ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আক্রান্তের বিচারে বাংলাদেশ এখন ২১তম

প্রকাশিত: ২২:৫৯, ২ জুন ২০২০

আক্রান্তের বিচারে বাংলাদেশ এখন ২১তম

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস শনাক্তের তালিকায় শীর্ষ একের পর এক দেশকে পেছনে ফেলে দিচ্ছে বাংলাদেশ। গত ৩১ মে বাংলাদেশ সময় বিকেল চারটায় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান এখন ২১তম। গত পাঁচদিনের ব্যবধানে বাংলাদেশ আক্রান্তের সংখ্যায় শীর্ষ দু’টি দেশকে পেছনে ফেলে সামনে উঠে এসেছে। গত ২৫ মে আরেকটি দেশকে পেছনে ফেলে দিয়েছিল বাংলাদেশ। এটি দেশের করোনা পরিস্থিতির দ্রুত অবনতির চিত্র ফুটিয়ে তুলছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংক্রমণ শনাক্তের বিচারে ভারত ও পাকিস্তানই কেবল বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। ভারতের অবস্থান চলে এসেছে সপ্তম স্থানে। পহেলা জুন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ এশিয়ায় আক্রান্তের সংখ্যায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। উপমহাদেশে তালিকার শীর্ষে থাকা ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৯১ হাজার ৪১ জন। আর পাকিস্তানে আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৪৬০ জন। সংক্রমণ শনাক্তের তালিকায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। সেখানে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩৭ হাজার ১৭০। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৯৯২ আর তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৪ লাখ ১৪ হাজার ৮৭৮ জন। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে স্পেন। এরপর রয়েছে যুক্তরাজ্য (পঞ্চম), ইতালি (ষষ্ঠ), ভারত (৭ম), ফ্রান্স (৮ম), জার্মানি (নবম), পেরু (দশম), তুর্কি (১১তম), ইরান (১২তম), চিলি (১৩তম), কানাডা (১৪তম), মেক্সিকো (১৫তম), সৌদি আরব (১৬তম), চীন (১৭তম), পাকিস্তান (১৮তম), বেলজিয়াম (১৯তম), কাতার (২০তম)। এর পরের অবস্থানটিই বাংলাদেশের।
×