ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী সপরিবারে করোনা আক্রান্ত

প্রকাশিত: ২২:৫৮, ২ জুন ২০২০

প্রধানমন্ত্রী সপরিবারে করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। আর ইউরোপের দেশ সুইডেন লকডাউন না দিয়েই সফল হয়েছে। দেশটিতে ৭৭দিন পর কেউ মারা যায়নি। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে রেকর্ড হয়েছে। তারা জার্মানি ও ফ্রান্সকে আক্রান্তের দিক থেকে ছাড়িয়ে গেল। ভারতের একদল গবেষক দাবি করেছেন, লকডাউনের চতুর্থ দফা শেষে বিধিনিষেধ শিথিল করায় গোষ্ঠী সংক্রমণের কারণে অর্ধেক জনগোষ্ঠী করোনায় আক্রান্ত হবেন। এছাড়া পাকিস্তানে একদিনে করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স, সিএনএন, ডেইলি মেইল, গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস, বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট, ডন ও ওয়ার্ল্ডোমিটারের। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩ লাখ ২৭ হাজার ২৪৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে তিন লাখ ৭৫ হাজার ৮৯৮ জন হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ২৮ লাখ ৮১ হাজার ৪৬৩ জন। এ্যাক্টিভ কেস রয়েছে ৩০ লাখ ৫৫ হাজার ৪ জনের। যাদের মধ্যে ৫৩ হাজার ৪৯৭ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার দিনের প্রথম প্রহরে বিশ্বের বিভিন্ন দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার যে হিসাব পাওয়া গেছে তাতে নতুন করে সারাবিশ্বে মারা গেছেন আরও ৭০৮ জন। আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার আট শ’ জন। সপরিবারে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত ॥ আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাসিনিয়ান এবার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি ও তার পুরো পরিবার নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফেসবুকে এক লাইভ ভিডিওতে নিকোল বলেন, আমার শরীরে কোন ধরনের উপসর্গ দেখা দেয়নি। তবুও আমি পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছি। সে সময়ই তিনি নিজের ও পরিবারের সদস্যদের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। আর্মেনিয়ার মোট জনসংখ্যা ৩০ লাখ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯২ জন। মারা গেছেন ১৩৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২১০ জন এবং মারা গেছেন ৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৪০২ জন। বর্তমানে করোনার এ্যাক্টিভ কেস ৫ হাজার ৯৫১। ১০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। দেশটির প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের করোনায় আক্রান্তের বিষয়টি বেশ উদ্বেগজনক। ব্রাজিলে আরও ৪৮০ মৃত্যু ॥ লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত সেদেশে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৯৯২ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৪১ জন। একদিনে সেখানে নতুন করে আরও ৪৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে একে একে স্পেন, ব্রিটেন ও রাশিয়াকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসে দেশটি। আর মৃতের সংখ্যার দিক দিয়ে দেশটির অবস্থান চতুর্থ। লাতিন আমেরিকায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল ॥ বিশ্বের মধ্যে করোনা মহামারীর নতুন কেন্দ্র হয়ে উঠেছে লাতিন আমেরিকা। দেশগুলোতে প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। ইতোমধ্যে সেখানে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। জানা গেছে, লাতিন আমেরিকায় করোনায় ৫০ হাজার ১০৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৭৬ হাজার ৪২৫ জন। এর মধ্যে আক্রান্ত ও মৃতের অর্ধেকের বেশি ঘটনাই ঘটেছে ব্রাজিলে। এছাড়া চিলি, মেক্সিকো, পেরুর মতো দেশেও দ্রুত বাড়ছে সংক্রমণ। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, লাতিন আমেরিকায় সর্বোচ্চ তো বটেই, বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ ব্রাজিল। ভারতে আরও ২২৩ ॥ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৮২ জন, যা একদিনে সর্বোচ্চ। এ সময়ের মধ্যে এ রোগে নতুন করে একদিনে মারা গেছেন ২২৩ জন। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে মারা গেছেন ৫ হাজার ৪১৩ জন। এই প্রথম একদিনে ৮ হাজারের বেশি রোগী শনাক্ত হলো। গত তিনদিন ধরেই রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হওয়া অব্যাহত রয়েছে। রোগীসংখ্যার দিক থেকে বিশ্বে সপ্তম স্থানে রয়েছে ভারত। পাকিস্তানে রেকর্ড মৃত্যু ॥ একদিনে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর রেকর্ড করেছে দক্ষিণ এশীয় দেশ পাকিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৯ জন। আর করোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৮ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, গত তিনদিনে করোনায় আক্রান্ত হয়ে ২২৩ জনের মৃত্যু হয়েছে। সচল হচ্ছে দক্ষিণ এশিয়া ॥ পাকিস্তানে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। ভারতেও গতকালের রেকর্ড ভেঙ্গে আজ নতুন করে সর্বোচ্চ মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত ও সর্বোচ্চ রোগী মারা গেছে বাংলাদেশে। দেশগুলোতে প্রতিদিনই ভাঙছে আগের রেকর্ড। দক্ষিণ এশিয়ায় করোনার বিস্তার যে আশঙ্কাজনকহারে ছড়াচ্ছে তার প্রমাণ উল্লিখিত ওই পরিসংখ্যান। এক সপ্তাহ ধরে প্রতিদিন ভারতে সংক্রমিত হচ্ছে গড়ে সাত হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় সেখানে আট হাজার ৯৬৪ জন। মোট সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৯০ হাজারের বেশি। বিশ্বে করোনায় আক্রান্ত দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান এখন সপ্তম। পাকিস্তানের অবস্থান ১৮ এবং বাংলাদেশে ২১। ভারতে লকডাউন পুরোপুরি প্রত্যাহার না করে গতকাল পঞ্চম দফাতেও নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে। যা আক্রান্ত এলাকাগুলোতেই সীমাবদ্ধ থাকবে। সুইডেনে ৭৭ দিন পর মৃত্যুশূন্য ॥ করোনায় মৃত্যুবিহীন একটি দিন পার করলো মহামারী মোকাবেলায় সফল দেশগুলোর শীর্ষে থাকা ইউরোপের দেশ সুইডেন। গত ১৩ মার্চের পর এই প্রথম দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনও মারা যাননি।
×