ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স লিগের বাকী অংশ

প্রকাশিত: ২১:২৫, ১ জুন ২০২০

অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স লিগের বাকী অংশ

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপের ঘরোয়া লিগগুলো আবারও মাঠে গড়িয়েছে কিংবা শুরুর অপেক্ষায়। তবে অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স লিগের বাকী অংশ। ১৭ জুন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউরোপের গভর্নিং বডি। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের চার ম্যাচ এখনো বাকী। তবে কোয়ার্টার ফাইনাল হবে সিঙ্গেল লেগে। লটারির ভিত্তিতে দুই প্রতিদ্বন্দীর কোন এক মাঠে নাকি নিরপেক্ষ ভেন্যুতে দ্বৈরথ হবে তা নিয়ে চলছে আলোচনা। দুই সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু হিসেবে ইস্তাম্বুল যদি সরে যায়, সেক্ষেত্রে মিউনিখ ও লিসবন বিবেচনায় আছে উয়েফার। এদিকে এ মৌসুম শেষ না হওয়ায় সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ইউরোপা লিগ ও ইউরো নেশন্স লিগ নিয়েও শুরু হয়েছে নতুন জটিলতা। এক বছর পিছিয়ে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।
×