ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে বিক্ষোভের মুখে ফের বন্ধ অ্যাপল স্টোর

প্রকাশিত: ১৯:২১, ১ জুন ২০২০

যুক্তরাষ্ট্রে বিক্ষোভের মুখে ফের বন্ধ অ্যাপল স্টোর

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাস বাস্তবতায় বহুদিন বন্ধ রাখার পর সবে মাত্র নিজেদের বিক্রয়কেন্দ্র খুলতে শুরু করেছিল অ্যাপল। যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ ও প্রতিবাদের মুখে আবারও তা বন্ধ করে দিতে বাধ্য হলো প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের হাতে মারা পড়েন কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড। ওই ঘটনার পরপরই বর্ণবৈষম্যের প্রতিবাদে জ্বলে উঠেছে যুক্তরাষ্ট্র, জায়গায় জায়গায় চলছে প্রতিবাদ। এরকম একটি পরিস্থিতির সুযোগ নিয়ে চলছে চুরি ও ভাঙচুর। এ ধরনের হামলার কবলে পড়েছে অ্যাপল স্টোরও। -- ৯টু৫ ম্যাকের বরাত দিয়ে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। “আমাদের টিমের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি বিবেচনা করে, রোববার যুক্তরাষ্ট্রে আমাদের বিক্রয়কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি”। - এক বিবৃতিতে বলেছে অ্যাপল। টানা পাঁচ রাত ধরে যুক্তরাষ্ট্রের পথে ঘাটে চলছে বিক্ষোভ। কারফিউ জারি করা হয়েছে ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলস এবং মিনিয়াপোলিস সহ অন্তত ২৫টি শহরে। পাঁচ দিন আগেই নিজেদের ২১টি অঙ্গরাজ্যে অবস্থিত ২৭১টি যুক্তরাষ্ট্র বিক্রয়কেন্দ্রের মধ্যে ১০০টি খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল অ্যাপল। মার্চের মধ্যবর্তী সময় থেকে করোনাভাইরাসের কারণে বিক্রয়কেন্দ্র বন্ধ রাখতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে। পুরো বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল।
×