ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শায়েস্তাগঞ্জে করোনা উপসর্গে ১ জনের মৃত্যুতে ৪ বাসা লকডাউন

প্রকাশিত: ১৯:০২, ১ জুন ২০২০

শায়েস্তাগঞ্জে করোনা উপসর্গে ১ জনের মৃত্যুতে ৪ বাসা লকডাউন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েন্তাগঞ্জ পৌরসভায় করোনাভাইরাসের উপসর্গে (সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট) সুমন চন্দ্র মোহন্ত (২৯) নামে প্রাইভেট কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পৌরসভার তালুগড়াই এলাকায় অবস্থিত পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার বাসাসহ ৪টি বাসা লকডাউন করে সুমনের সংস্পর্শে আসা ৫ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১ জুন) দুপুরে সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী। আর আগে করোনা উপসর্গ দেখা দিলে সুমনকে ঢাকায় পাঠানো হয়। সকাল প্রায় সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। সুমন চন্দ্র মোহন্ত আরএফএল কোম্পানীর ইটালিয়ানো গ্রুপ বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মস্থল ছিল শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বাহুবল উপজেলায়। তিনি (সুমন) শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডস্থ পৌর মেয়রের বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। পারিবারিক সূত্রে জানা যায়- সুমন চন্দ্র মোহন্ত গত কয়েকদিন যাবৎ করোনা উপসর্গে ভুগছিলেন। বিষয়টি গোপন রেখে তিনি বাসায় ছিলেন। তার অবস্থার অবনতি হলে খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে আসা স্ত্রী, স্বজনরা রবিবার দিবাগত রাত ৩টার দিকে প্রাইভেট গাড়ীতে করে তাকে ঢাকায় নিয়ে যান। শায়েস্তাগঞ্জ থানার ওসি(তদন্ত) আল মামুন বলেন, খবর পাওয়া মাত্র থানা থেকে এসআই রাজিব চন্দ্র সরকার, এএসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসনের নির্দেশে পৌর মেয়র বাসাসহ চারটি বাসায় লাল পতাকা টানিয়ে লকডাউন করেন। এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার বলেন, পৌরসভার মেয়রের কাছ থেকে ঘটনা শুনেছি। পরে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তি যে বাসায় থাকতেন সেই বাসার অন্যান্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ ৪টি বাসা লকডাউনের জন্য থানা পুলিশকে অবগত করি। তাৎক্ষণিক পুলিশ এসে পদক্ষেপ নিয়েছে।
×