ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আদমদীঘিতে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১৮:৪৬, ১ জুন ২০২০

আদমদীঘিতে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ৩ আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বগুড়া জেলহাজতে পাঠিয়েছে। জানা গেছে, রবিবার দিবাগত রাতে উপজেলার মুরইল-নশরতপুর রাস্তায় ডাকাতি করার জন্য আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা অবস্থান করছিল। ডাকাতি প্রস্তুতির ঘটনা গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশ ৩টি ধারালো হাসুয়া ও দেশীয় অস্ত্র সহ আদমদীঘি উপজেলার বিনাহালী গ্রামের মৃত ফুলবরের ছেলে আন্তঃজেলা ডাকাত সদস্য মাসুদ রানা (২৮), বগুড়ার কাহালু উপজেলার শিকলগুড় পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে রাজু প্রামানিক (২৪), দুপচাঁচিয়া উপজেলার সাখিদারপাড়ার সেকেন্দারের ছেলে মামুনুর রশিদ (২১)কে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন জানান গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে বগুড়ার আদমদীঘি, দুপচাঁচিয়া, জয়পুরহাটের আক্কেলপুর ও নওগাঁ সদর থানায় ডাকাতি, মোটরবাইক ছিনতাই সহ বিভিন্ন মামলা রয়েছে।
×