ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ ৩ জন নিহত

প্রকাশিত: ১৮:২১, ১ জুন ২০২০

পঞ্চগড়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ ৩ জন নিহত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বোদায় পৃথক বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। এদেরমধ্যে তেঁতুলিয়ায় বাবা-ছেলে এবং বোদায় ১ জন। সোমবার দুপুরে ঝড়ো বাতাসের সংগে বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় বাবা-ছেলে বাড়ির পাশে জমিতে বোরো ধান কাটছিল। আকস্মিক বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মোহাম্মদ আলী (৫৫) ও তার ছেলে আনিসুর রহমান (৩৫)। বাড়ি- তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউপির খুনিয়াগছ গ্রামে। ভজনপুর ইউপি চেয়ারম্যান মোকছেদ আলী বজ্রপাতের ঘটনার বাবা-ছেলের নিহতের সত্যতা স্বীকার করেছেন। এদিকে, একইদিন পৃথক বজ্রপাতের ঘটনায় স্কুল ছাত্র রিপন ইসলামের (১৪) নিহত হয়। তার বাড়ি- বোদা উপজেলার বড়শশী ইউপির চিলাপাড়া গ্রামে। সে ওই গ্রামের মনসুর আলমের ছেলে এবং ভাউলাগঞ্জ আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানায়, রিপন ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের ক্ষেত থেকে হাঁস পিটিয়ে বাড়ি আনতে গিয়েছিল। আকস্মিক বজ্রপাতে সেও গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। .
×