ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি’র ছয় সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১৭:৪৯, ১ জুন ২০২০

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি’র ছয় সক্রিয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো- সাকিরুল ইসলাম ওরফে সাকিরুল, তরিকুল ইসলাম, সেনারুল ইসলাম ওরফে লাল মিঞা, বাবুল আক্তার ওরফে বাবুল, ইকরামুল হক ওরফে ইশরা ও আশরাফুল ইসলাম। তাদের সবার বাড়ি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের চাকলা গ্রামে। র‌্যাব রাজশাহীর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রবিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র সক্রিয় ছয় সদস্যকে আটক করে। পরে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
×