ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১৫:৩২, ১ জুন ২০২০

শেরপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ১৫৪ পিস ইয়াবাসহ কায়েস আহম্মেদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার রাতে উপজেলার তেতুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কায়েস ঝিনাইগাতী বাজার এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। সোমবার দুপুরে মাদক আইনের নিয়মিত মামলায় ৫ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন। র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাত সোয়া ৮টার দিকে ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজার এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে কায়েস আহাম্মেদকে ১৫৪ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। ওইসময় তার কাছ থেকে ২টি মোবাইল সেট ও নগদ ৫৪০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার টাকা। সোমবার সকালে মাদক আইনে একটি মামলা দায়েরসহ তাকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) তোফায়েল আহমেদ মিয়া জানান, গ্রেফতারকৃত কায়েস প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।
×