ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯২

প্রকাশিত: ১৪:৩১, ১ জুন ২০২০

হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯২

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জে আরো ২১ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ১৯২ জন। এদের মধ্য থেকে আনুষ্ঠানিক ভাবে সুস্থ ঘোষণা করা হয়েছে ৮৭ জনকে। মৃত্যুবরণ করেছে এক শিশু। রবিবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল তথ্য নিশ্চিত করেছেন। নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে বাহুবল উপজেলায় ৮ জন, চুনারুঘাট উপজেলায় ৫ জন, সদর উপজেলায় ৪ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২ জন এবং লাখাই ও নবীগঞ্জ উপজেলায় ১ জন করে মোট ২ জন। এরা হলেন বাহুবল উপজেলার খাগাউড়া ইউনিয়নের একই পরিবারের ৬ বছরের শিশুসহ ৪ জন, বাঘদাইর ইউনিয়নের ১ নারী, ভাদেশ্বর ইউনিয়নের কাতার প্রবাসীর স্ত্রী, লামাতাশী ইউনিয়নের পূর্বে আক্রান্ত হওয়ায় এক মহিলা স্বাস্থ্যকর্মীর ভাই এবং লালটিলা ইউনিয়নের এক ফার্মেসী ব্যবসায়ী; চুনারুঘাট উপজেলার রাজারবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের এক স্বাস্থ্য কর্মী, দেওরগাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে ও ২৮ বছর বয়সী ১ পুরুষ, নরপতি ইউনিয়নের ১ জন, মুছিকান্দি ইউনিয়নের ৩৫ বছর বয়সী পুরুষ; সদর উপজেলার ২ পুলিশ সদস্য, ১৬ বছর বয়সী এক কিশোর ও তার ৫০ বছর বয়সী ফুফু, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের একই পরিবারের ২ শিশু; লাখাই উপজেলার ভাদিকারা ইউনিয়নের ভাদিকারা উপজেলা কমপ্লেক্সের ৩২ বছর বয়সী এক কর্মচারী; নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের কামারগাও গ্রামের ২৯ বছর বয়সী এক পুরুষ। আক্রান্তদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন। জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জে করোনা আক্রান্ত ১৯২ জনের মধ্যে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী ৩৭ জন, সরকারি কর্মকর্তা-কর্মচারী ৩৮ জন। আক্রান্তদের ৫৭ জনই করোনা যোদ্ধা। অন্যরা সাধারণ শ্রেণী পেশার মানুষ। এনিয়ে আনুষ্ঠানিকভাবে সুস্থ ঘোষণা করা হয়েছে ৮৭ জনকে।
×