ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে আরও ৯টি ভার্চুয়াল কোর্ট গঠন

প্রকাশিত: ১৪:০৪, ১ জুন ২০২০

কক্সবাজারে আরও ৯টি ভার্চুয়াল কোর্ট গঠন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের অধীন আরও ৯টি ভার্চুয়াল কোর্ট গঠন করা হয়েছে। কোর্ট গুলো হলো-অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রথম এবং দ্বিতীয়-যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ আদালত (সদর), সহকারী জজ আদালত (টেকনাফ), সহকারী জজ আদালত (রামু), সহকারী জজ আদালত (উখিয়া), সহকারী জজ আদালত, (মহেশখালী) ও সহকারী জজ আদালত (কুতুবদিয়া)। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সোমবার এ ভার্চুয়াল কোর্ট ৯টি গঠন করেন। নতুন গঠিত এ ৯টি ভার্চুয়াল কোর্টের প্রাথমিক কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হয়েছে। অন্য ভার্চুয়াল কোর্টের মত এ ৯টি আদালতেও শুধুমাত্র জরুরী জামিন আবেদন শুনানি ও জরুরি দেওয়ানী বিষয় শুনানি করা যাবে। কক্সবাজার জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ও আদালতের মুখপাত্র এসএম আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ৯টি ভার্চুয়াল কোর্টেও অনলাইনে জামিন আবেদন, জরুরি দেওয়ানী বিষয়ের আবেদন অনলাইনে দাখিল এবং ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি করা হবে বলে।
×