ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ১৩:৩৫, ১ জুন ২০২০

বরিশালে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ করোনার উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রবিবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের (৬০) এক বৃদ্ধ এবং একইদিন বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা (৬৫) আরেক বৃদ্ধ মারা যায়। সূত্রে আরও জানা গেছে, রবিবার বরিশালে করোনায় নয়জন চিকিৎসক, সাতজন পুলিশ সদস্য সহ নতুন করে আরও ৪০ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে। নতুন করে আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার দুইজন, বানারীপাড়া, মুলাদী ও বাবুগঞ্জের একজন করে তিনজন, শেবাচিম হাসপাতালের দুইজন ইন্টার্ন চিকিৎসক, তিনজন নার্স এবং দুইজন রেজিস্টারসহ সাতজন, মেট্রোপলিটন পুলিশের ছয়জন ও জেলা পুলিশের একজন সদস্য, নগরীর বিভিন্ন এলাকার ২০জন ও সদর উপজেলার একজন।
×