ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেব্রিনা ফ্লোরার নামে ভুুয়া ফেসবুক এ্যাকাউন্ট ॥ বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

প্রকাশিত: ০০:৪৪, ১ জুন ২০২০

সেব্রিনা ফ্লোরার নামে ভুুয়া ফেসবুক এ্যাকাউন্ট ॥ বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরার নামে কয়েকটি ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব ফেসবুক আইডি থেকে পোস্ট করা তথ্যে বিভ্রান্ত না হতে আইইডিসিআরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি এ ধরনের কিছু স্ট্যাটাস ভাইরাল হয়। যাতে করোনা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বাতলে দিতে দেখা যায়। যদিও এই পন্থার বিশ^াসযোগ্যতার সঙ্গে বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন দেখা দেয়। রবিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুকে ঝধনৎরহধ ভষড়ৎধ নামে একটি ভুয়া ফেসবুক আইডিসহ কাছাকাছি নামে বেশ কয়েকটি আইডি খোলা হয়েছে। এসব ফেসবুক আইডি ব্যবহার করে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরার ছবি, নানা অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। আইইডিসিআর তথা দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার অপপ্রয়াস চালানোর নিমিত্তে দেয়া এসব পোস্টে জনগণকে বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ করা হচ্ছে। অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেসবুকের মাধ্যমে কখনো এ ধরনের প্রচার চালান না। এর মাধ্যমে কেউ প্রতারিত হলে তার দায়-দায়িত্ব আইইডিসিআর বা অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা বহন করবেন না। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইইডিসিআর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
×