ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় ঢাবি শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ০০:২৮, ১ জুন ২০২০

করোনায় ঢাবি শিক্ষকের মৃত্যু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্লাজমা থেরাপি দিয়েও তাকে বাঁচানো যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাস সংক্রমিত হয়ে ঢাবি শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। ঢাবিতে করোনার নমুনা পরীক্ষা বন্ধ ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থিক সঙ্ক্ট, নিরাপত্তাহীনতা ও দাফতরিক কাজ শুরু হওয়ার কারণে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা আজ সোমবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে।
×