ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনলাইনে ধ্রুমেলের বর্ষপূর্তির পরিবেশনা শুরু আজ

প্রকাশিত: ২২:৩১, ১ জুন ২০২০

অনলাইনে ধ্রুমেলের বর্ষপূর্তির পরিবেশনা শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ দেশের নৃত্যশিল্পের বিকাশে নিবেদিত নৃত্য সংগঠন সাধনা। রাজধানীর সীমা পেরিয়ে নাচ নিয়ে প্রান্তিক পর্যায়েও কাজ করছে সংগঠনটি। সেই সুবাদে মণিপুরী সমাজ ও সংস্কৃতির প্রচার এবং প্রসারে ধ্রুমেল শীর্ষক প্রকল্প চালু করে সাধনা। এই প্রকল্পের মাধ্যমে সিলেটে মণিপুরী নৃত্য-গীত এবং বাদ্যযন্ত্র পরিবেশনা শিক্ষা কার্যক্রম চলছে। সময়ের পরিক্রমায় আজ সোমবার সপ্তম বর্ষে পদার্পণ করছে এই প্রকল্প। এ উপলক্ষে ছয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের মুণিপুরী নাচ-গান ও বাদ্যযন্ত্র পরিবেশনায় সাজানো হয়েছে সে অনুষ্ঠান। তবে মহামারীর কারণে মিলনায়তন বা উন্মুক্ত স্থানের পরিবর্তে অনলাইনে হবে এ আয়োজন। ধ্রুমেলের ফেসবুকে লাইভে সম্প্রচারিত হবে এ অনুষ্ঠান। আজ ১ জুন সন্ধ্যা সাতটায় ধ্রুমেলের ফেসবুক পেজে লাইভ সেশনের সূচনা হবে বলে। এ বিষয়ে প্রকল্পটির মণিপুরী নৃত্যশিক্ষক সুইটি দাস চৌধুরী জনকণ্ঠকে জানান, এই লাইভ সেশনের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধ্রুমেলের প্রতিষ্ঠাতা লুবনা মারিয়াম। তার শুভেচ্ছা বাণীর মাধ্যমে ধ্রুমেলের পেজ থেকে অনুষ্ঠানের উদ্বোধন হবে। দোসরা জুন বিকেল সাড়ে চারটায় মণিপুরী মার্শাল আর্ট ফর্ম থাংতা পরিবেশন করবেন ভারতের সঙ্গীত নাটক একাডেমির পদকজয়ী গুরুমাউম বিশেষ্য শর্মা। পরিবেশনার পাশাপাশি তিনি লড়াইয়ের এই বিশেষ কৌশল নিয়ে আলোচনা করবেন। আর সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে ধ্রুমেলের শিক্ষার্থী সিলেটের কমলগঞ্জের মণিপুরী নৃত্যশিক্ষার্থীদের পরিবেশনা। তেসরা জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মণিপুরী ঢোলসদৃশ্য বাদয্যন্ত্র পুং পরিবেশনা করবেন ব্রজেন কুমার। পাশাপাশি এই বাদ্যযন্ত্র শিক্ষক নিজের কাজ সম্পর্কে বলবেন। এরপর ধ্রুমেলের শিল্পীরা মণিপুরী নৃত্য পরিবেশন করবেন। চার জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মণিপুরী নৃত্য পরিবেশন ভারতের মণিপুরী নর্তনালয়ের শিল্পী ও সল্ট লেক নর্তনালয়ের প্রতিষ্ঠা সোমা রায়। নৃত্য পরিবেশন। তার পরিবেশনা শেষে থাকবে ধ্রুমেলের শিক্ষার্থীদের নাচ। ৫ জুন সন্ধ্যায় উপস্থাপিত হবে ভারতের মণিপুরী নর্তনালয়ের শিক্ষার্থী ইভানা সরকারে পরিবেশনা। এরপর মণিপুরী ভাষার গান শোনাবেন ধ্রুমেলের দুই শিল্পী জিতেন্দ্র শর্মা ও ঊষা রানী সিনহা। ৬ জুন মণিপুরী নৃত্য পরিবেশন করবেন ধ্রুমেলের নৃত্যশিক্ষক সুইটি দাস চৌধুরী। পরিবেশনার পাশাপাশি তিনি মণিপরী নৃত্য এবং প্রকল্প সম্পর্কিত অভিজ্ঞতা আলোচনা করবেন।
×