ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে ইসি

প্রকাশিত: ২২:২৬, ১ জুন ২০২০

৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে ইসি

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার বৈঠকে বসছে ইসি। করোনা সংক্রমণের প্রভাবে দেশে টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর রবিবার পুনরায় অফিস শুরু হয়েছে। অফিস শুরুর একদিন পর ছয়টি বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসির এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে আলোচ্যসূচীর মধ্যে রয়েছে প্রতিনিধিত্ব আইন, ২০১০ এর খসড়া বিল অনুমোদন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন প্রণয়ন। নির্বাচন কমিশন প্রণীত আইন বাংলা প্রণয়ন; জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের স্থগিত নির্বাচনের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ; সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন ২০১০ এবং বিবিধ। ইসি উপসচিব (সংস্থাপন-২) মোঃ শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে বৈঠকে আলোচনার জন্য এই ছয়টি আলোচ্যসূচীর কথা বলা হয়েছে। বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এটি নির্বাচন কমিশনের ৬৩তম বৈঠক।
×