ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছেলেদের পেছনে ফেলে এবারও মেয়েদের জয়জয়কার

প্রকাশিত: ২২:০৪, ১ জুন ২০২০

ছেলেদের পেছনে ফেলে এবারও মেয়েদের জয়জয়কার

স্টাফ রিপোর্টার ॥ এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে মেয়েদের জয়জয়কার। পরীক্ষায় ছেলেরা বেশি অংশগ্রহণ করলেও পাসের হার ও জিপিএ ৫ দুদিক থেকেই ছেলেদের পেছনে ফেলে এগিয়ে গেছে মেয়েরাই। রবিবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ফলের বিভিন্ন দিক তুলে ধরলে তুলনামূলক চিত্রে এই তথ্য পাওয়া যায়। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। তবে মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ। গতবছরও ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি ছিল। গতবছর ছাত্রদের পাসের হার ছিল ৮১ দশমিক ১৩ শতাংশ আর ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। গতবারের মতো ধারাবাহিকতা বজায় রেখে এবারও ছেলেদের পেছনে ফেলে পাসের হারে এগিয়ে গেছে মেয়েরা। এবছর সকল শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১০ লাখ ২১ হাজার ৪৯০ ছাত্র অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন। বিপরীতে ফেল করেছে ১ লাখ ৮৭ হাজার ৫৯৮ জন। অপরদিকে ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ ছাত্রী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন। আর ফেল করেছে ১ লাখ ৬১ হাজার ৯০৭ জন। পাসের সংখ্যায়ও মেয়েরা বেশি। এদিকে জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে গত বছরের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে মেয়েরা। এবারও ছেলেদের পেছনে ফেলে জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে। এবছর জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও বেড়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ পরীক্ষার্থী। যা গতবারের চেয়ে এবার ৩০ হাজার ৩০৪ জন বেশি পরীক্ষার্থী ফলের সর্বোচ্চ এই সূচক অর্জন করেছে। এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭০ হাজার ১৪৪ মেয়ে এবং ৬৫ হাজার ৭৫৪ ছেলে শিক্ষার্থী রয়েছে। ফলে ৪ হাজার ৩৯০ মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে। গতবার মোট এক লাখ পাঁচ হাজার ৫৯৪ পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল যেখানে ছাত্ররা জিপিএ ৫ পেয়েছিল ৫২ হাজার ১১০ এবং ছাত্রীরা জিপিএ ৫ পায় ৫৩ হাজার ৪৮৪ জন। এক হাজার ৩৭৪ ছাত্রী জিপিএ ৫ বেশি পেয়েছিল গতবার। এবছর ঢাকা বোর্ডে সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছেন ৩৬ হাজার ৪৭ জন এর মধ্যে মেয়ে ১৯ হাজার ৬৮৬ এবং ছেলে ১৬ হাজার ৩৬১ জন। রাজশাহীতে ২৬ হাজার ১৬৭ জন জিপিএ ৫ প্রাপ্তির মধ্যে মেয়ে ১৩ হাজার ৬২১ ছেলে ১২ হাজার ৫৪৬ জন। যশোর ১৩ হাজার ৭৬৪ জনের মধ্যে মেয়ে ৬৮০৮ ছেলে ৬৯৫৬ জন। দিনাজপুর ১২ হাজার ৮৬ জনের মধ্যে মেয়ে ৫৭৬০ ছেলে ৬৩২৬ জন। কুমিল্লায় ১০ হাজার ২৪৫ জনের মধ্যে মেয়ে ৫৩৩০ ছেলে ৪৯১৫ জন। চট্টগ্রাম বোর্ডের ৯০০৮ জনের মধ্যে মেয়ে ৪৭৬৩ ছেলে ৪২৪৫ জন। ময়মনসিংহের ৭৪৩৪ জনের মধ্যে ছেলে ৩৭৮৮ এবং ছেলে ৩৬৪৬ জন। বরিশাল বোর্ডে ৪৪৮৩ জনের মধ্যে মেয়ে ২৩৭৪ ছেলে ২১০৯ জন। সিলেট বোর্ডের ৪২৬৩ জনের মধ্যে মেয়ে ২১৮২ ছেলে ২০৮১ জন জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও মাদ্রাসা বোর্ডে ৭৫১৬ জন জিপিএ ৫ পেয়েছেন যেখানে মেয়ের সংখ্যা ৩৫৮৪ এবং ছেলে ৩৯৩২ জন। কারিগরি বোর্ডের ৪৮৮৫ জন জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মেয়ে ২২৪৮ ও ছেলে ২৬৩৭ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হারে মেয়েরাই এগিয়ে গেছে। বিজ্ঞানে মেয়েদের পাসের হার ৯৫ দশমিক ০২ শতাংশ। ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ১৩ শতাংশ। মানবিকে মেয়েরা ৭৮ দশমিক ২৮ ও ছেলেরা ৭৩ দশমিক ৬৬ শতাংশ পাস করেছে। ব্যবসায় শিক্ষা শাখায় মেয়েরা ৮৭ দশমিক ৫৩ ও ছেলেরা ৮২ দশমিক ৮০ শতাংশ পাস করেছে। তিন বিভাগের মোট শিক্ষার্থীর মধ্যেও মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হার, জিপিএ ৫, সংখ্যা সব ক্ষেত্রের মেয়েদের জয়জয়কার। উল্লেখ্য, সারাদেশে ১০টি শিক্ষা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়।
×