ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক ১২ জন করোনা রোগী সনাক্ত

প্রকাশিত: ২১:১৩, ৩১ মে ২০২০

পঞ্চগড়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক ১২ জন করোনা রোগী সনাক্ত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী সনাক্ত হয়েছে। শুধু দেবীগঞ্জ উপজেলায় ৮ জন এবং বাকি ৪ জনের মধ্যে তেঁতুলিয়া উপজেলায় ২ জন ও আটোয়ারী উপজেলায় ২ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০ জনে। রবিবার রাতে জেলা স্বাস্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে রবিবার ৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয় বলে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জনকণ্ঠকে জানিয়েছেন। এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি ৫২৩ টির। এদিকে, দিনাজপুরে প্রেরীত ১ হাজার ৮শ‘ ১৮ জনের নমূনার মধ্যে ১হাজার ২শ‘ ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ইতোমধ্যে বোদা উপজেলায় ১ জন এবং দেবীগঞ্জ উপজেলায় ১ করোনা রোগীর মৃত্যু হয়। জেলা স্বাস্থ বিভাগ সূত্র জানায়, সদর উপজেলায় ২১ জন, বোদা উপজেলায় ৭ জন, দেবীগঞ্জ উপজেলায় ৩৬ জন, তেঁতুলিয়া উপজেলায় ৯ জন এবং আটোয়ারী উপজেলায় ৭ জন রোগী সনাক্ত হলো।
×