ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস

প্রকাশিত: ১৮:২৯, ৩১ মে ২০২০

ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস। রবিবার ঠিক দুপুর ১২ টায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে যায়। এর আগে শনিবার রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি সীমিত পরিসরে ট্রেন সার্ভিস চালুর ঘোষণা করেন। দুই মাসের অধিক সময় পর ট্রেন সার্ভিস চালুর ঘোষণার পর পরই রেলওয়ে স্টেশনে নেয়া হয় বাড়তি সতকর্তা। রেলওয়ে পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। টিকেট ও মাস্ক ছাড়া কোন যাত্রীকে স্টেশনের ভেতরে ঢুকতে দেয়া হয়নি। স্বাস্থ সুরক্ষা ও নিরাপদ দুরত্ব বজায় রেখেই যাত্রীরা ট্রেনে নিজ আসনে গিয়ে বসেন। স্টেশনের প্লাটফরমে ঢোকার আগে যাত্রীদের জীবানুনাশক স্প্রে দিয়ে হাত পরিস্কার করে ঢুকতে হয়েছে। সীমিত পরিসরে এবং পুর্ব-নির্ধারিত ভাড়ায় নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে পারায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা রেলপথ মন্ত্রীসহ সরকারকে রেলওয়ে সার্ভিস চালুর জন্যও ধন্যবাদ জানিয়েছেন। .
×