ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে গ্রামের পুকুর থেকে শিশু দুই ভাই বোনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১৮:১৩, ৩১ মে ২০২০

ঝিনাইদহে গ্রামের পুকুর থেকে শিশু দুই ভাই বোনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর জামতলার একটি পুকুর থেকে শিশু দুই ভাই বোনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলো, বোন সাফিয়া (০৭) ও ভাই আবু সালেহ আল মাহিদ (০৬)। আজ রবিবার দুপুরের দিকে পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ শিশুদের মা মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত এমদাদ হোসেন জানান, পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামের নজরুল ইসলামের দুই ছেলে মেয়ে সাফিয়া ও মাহিদ। রবিবার সকাল থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরের দিকে তাদের মা মনিরা খাতুন নিজেই পুকুর থেকে ছেলে মেয়ের মৃতদেহ তুলে আনেন। মনিরা খাতুন পুলিশকে বলেছেন, তিনি দুই ছেলে মেয়েকে পুকুর পাড়ে রেখে নিজে পানিতে গোসল করতে নামেন। পরে পিছন ফিরে দেখেন ছেলে মেয়ে দু’টি আর নেই। তবে তার কথা বার্তা অসংলগ্ন। যে কারনে মা মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইনসলাম জানান, শিশু দু’টির মায়ের মাথায় সমস্যা আছে। সে নিজেই তার সন্তান দু’টিকে সাথে নিয়ে পুকুরে গোসল করাতে নিয়ে যায়। পুকুরে নিয়ে যাওয়ার সময় রাবেয়া খাতুন নামে তাদের এক প্রতিবেশী দেখেছেন। কিছুক্ষণ পরে ফিরে এসে মা মনিরা খাতুন রাবেয়া খাতুনের কাছে বলে তিনি তার ছেলে মেয়েদের খুঁজে পাচ্ছেন না। তখন পাড়ার লোকজন ডেকে পুকুরে গিয়ে নিজেই সন্তান দু’টিকে পানি থেকে তুলে আনেন। তবে শিশু দু’টি পানিতে ডুবে মারা গেছে না কিভাবে মারা গেল তা মা মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদ শেষে অনেকটা জানা যেতে পারে বলে ওসি (তদন্ত) এমদাদ হোসেন জানিয়েছেন।
×