ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউফলে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:১২, ৩১ মে ২০২০

বাউফলে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ একটি হত্যা মামলায় প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আজ রবিবার বেলা ১১ টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, কামরুজ্জামান বাচ্চু, জসিম উদ্দিন ও সাংবাদিক মিজানের বাবা আবদুস সালাম। বক্তারা, তাপস হত্যা মামলা সাংবাদিক মিজানকে আসামি করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন এবং অভিলম্বে তাকে মামলা থেকে অব্যহতি দেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। অভিযোগ রয়েছে, মানববন্ধনে অংশ না নেয়ার জন্য একটি মহল থেকে অধিকাংশ সাংবাদিকদের ভয়ভীতি দেখানো হয়েছে। উল্লেখ যে, গত ২৪ মে পৌর শহরের জেলা পরিষদের ডাক বাংলোর সামনে একটি তোরণ নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে এমপি ও মেয়র পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় কালাইয়া গ্রামের বাসিন্দা ও যুবলীগ কর্মী তাপস দাস আহত হয় এবং ওই দিন রাতে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। এ ঘটনায় বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩৫ জনকে আসামি করে নিহত তাপসের ভাই পঙ্কজ দাস থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় প্রথম আলোর সাংবাদিক এবিএম মিজানুর রহমানকে ২০ নম্বর আসামি করা হয়।
×