ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৭৩

প্রকাশিত: ১৩:৫৭, ৩১ মে ২০২০

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৭৩

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ২০২০ সালের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার পাসের হার গতবারের তুলনায় কমেছে। গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ১০ ভাগ। এ বছর পাসের হার ৮২ দশমিক ৭৩। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। এই বোর্ডের অধীনে ১টি মাত্র বিদ্যালয়ের কেউ পাস করেনি। কেবলমাত্র গণিতেই অকৃতকার্য হয়েছেন প্রায় ১৯ হাজার পরীক্ষার্থী। আজ রবিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিন এ বছর ১ লাখ ৯২ হাজার ৯শ’ ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯১ হাজার ৮শ’ ২১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬শ’ ৮৫ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। ছাত্রদের পাশের হার ৮১ দশমিক ২২। আর ছাত্রীর পাসের হার ৮৪ দশমিক ৩২ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। এর মধ্যে ৬ হাজার ৩শ’ ২৬ জন ছাত্র ও ৫ হাজার ৭শ’ ৬০ জন ছাত্রী। গত বারের তুলনায় এবার ৩ হাজার ৬৩ জন জিপিএ-৫ বেশি পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩২জন। এখানে ৬ হাজার ২৫৯ জন ছাত্র ও ৫ হাজার ৫৭৩ জন ছাত্রী। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২২৬ জন এর মধ্যে ৫৫ জন ছাত্রী ও ১৭১ জন ছাত্র। ব্যবসা শিক্ষায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ২৮ জন। এর মধ্যে ১২ জন ছাত্র ও ১৬ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে ৮২ হাজার ১শ’ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৫শ’ ১২ জন। এর মধ্যে ৪৪ হাজার ১শ’ ২২ জন ছাত্র ও ৩৩ হাজার ৩শ’ ৯০ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৪ দশমিক ৭৬ ভাগ। মানবিক বিভাগে ১ লাখ ৬ হাজার ৩শ’ ৪৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৫শ’ ৪৬ জন। এর মধ্যে ৩৩ হাজার ৫শ’ ৯১ জন ছাত্র ও ৪৩ হাজার ৯শ’ ৫৫ জন ছাত্রী। বিভাগওয়ারী পাসের হার ৭৩ দশমিক ৪৮ ভাগ। ব্যবসা শিক্ষা বিভাগে ৪ হাজার ৫শ’ ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬শ’ ২৭ জন। এর মধ্যে ২ হাজার ৫শ’ ৬৪ জন ছাত্র ও ১ হাজার ৬৩ জন ছাত্রী। বিভাগের পাসের হার ৮০ দশমিক ৬২ ভাগ। বোর্ড সূত্রে জানা যায়, এ বছর নকলের দায়ে বহিষ্কার হয়েছিল ১শ’ ৫ জন। দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ২ হাজার ৬শ’ ৪৬টি বিদ্যালয়ে ২শ’ ৭১টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, এবারের এসএসসি পরীক্ষায় কেবলমাত্র গণিত বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ২শ’ ৯৬ জন এবং ইংরেজিতে অকৃতকার্য হয়েছে ৮ হাজার ৭শ’ ৩৮ জন।
×