ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষ্ণাঙ্গ হত্যার জেরে সংঘর্ষ ॥ যুক্তরাষ্ট্রে ১৬টি অঙ্গরাজ্যে কারফিউ জারি

প্রকাশিত: ১২:০০, ৩১ মে ২০২০

কৃষ্ণাঙ্গ হত্যার জেরে সংঘর্ষ ॥ যুক্তরাষ্ট্রে ১৬টি অঙ্গরাজ্যে কারফিউ জারি

অনলাইন ডেস্ক ॥ কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় সংঘর্ষের পরিমাণ ভয়াবহরূপ ধারণ করায় যুক্তরাষ্ট্রে ১৬টি অঙ্গরাজ্যে কারফিউ জারি করা হয়েছে। অঙ্গরাজ্যগুলো হল ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, কলোরাডো, জর্জিয়া, ইলিনয়, কেনটাকি, মিনেসোটা, নিউ ইয়র্ক, ওহিও, ওরেগন, পেনসিলভানিয়া, সাউথ ক্যারোলিনা, টেনেসি, উটাহ, ওয়াশিংটন ও উইসকনসিন। মিনেসোটার মিনিয়াপোলিশ শহরে জর্জ ফ্লোয়েড নামে এক কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ ঘিরে ঘটনার সূত্রপাত। অভিযোগ, শ্বেতাঙ্গ এক পুলিশকর্মী তার পা দিয়ে পিষে মেরেছেন জর্জকে। এই নৃশংসতা ও বর্ণবৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় মিনিয়াপোলিশে। ক্রমে তা সারাদেশব্যাপী ছড়িয়ে পড়ে। ব্যাপক ভাবে চলেছে সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা।
×