ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার সূচীতে ভারতের আপত্তি

প্রকাশিত: ০০:১১, ৩১ মে ২০২০

অস্ট্রেলিয়ার সূচীতে ভারতের আপত্তি

স্পোর্টস রিপোর্টার ॥ মহামারী করোনাভাইরাসের কারণে স্তব্ধ বিশ্ব ক্রিকেট। বাতিল অথবা স্থগিত হয়ে গেছে একাধিক দ্বিপক্ষীয় সিরিজ। স্থগিত আইপিএলের মতো মেগা টুর্নামেন্ট। অক্টোবর-নবেম্বরে টি২০ বিশ্বকাপ ঘিরে সংশয়। এভাবে আর কতদিন? তাইতো কঠোর নিয়মের মধ্য দিয়ে মাঠের অনুশীলনে ফিরেছেন ইংলিশ ক্রিকেটাররা। ফেরার অপেক্ষায় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কানরা। তার মাঝে নিজেদের ২০২০-২০২১ আন্তর্জাতিক সূচী ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বছরের শেষ নাগাদ ঘরের মাটিতে মোড়ল দেশ ভারতের সঙ্গে দীর্ঘ দ্বিপক্ষীয় সিরিজে আছে একটি ডে-নাইট টেস্টও। একদিনের ব্যবধানে অস্ট্রেলিয়ার এই সূচী চূড়ান্ত কিছু নয় বলে জানিয়ে দিল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই’র কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, ‘যে সূচী প্রকাশিত হয়েছে তা আট বছরের ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুসারে আগে থেকে পরিকল্পিত। আইসিসি যদি এই বছরে টি২০ বিশ্বকাপ না করে তাহলে অক্টোবরে অস্ট্রেলিয়ায় যাব কেন? কেনই বা ফিরে আসব আর আবার যাব?’ সূচীতে অক্টোবরে অস্ট্রেলিয়ায় গিয়ে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। আর টেস্ট সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। যদি টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তাহলে ভারতীয় দলকে প্রায় তিন মাস থাকতে হবে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপ না হলে অবশ্য মাঝে ফাঁকা সময় বেরিয়ে পড়বে। গুঞ্জন আছে টি২০ বিশ্বকাপ না হলে সে সময়ে আইপিএল আয়োজনের ভাবনায় রয়েছে বিসিসিআই। এ কারণেই মূলত অস্ট্রেলিয়ার প্রকাশ করা সূচী নিয়ে এখই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে রাজি নয় ভারত।
×