ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কসাইবাড়ী আশকোনার খাল খনন উদ্বোধন করলেন মেয়র আতিক

প্রকাশিত: ২৩:৫৪, ৩১ মে ২০২০

কসাইবাড়ী আশকোনার খাল খনন উদ্বোধন করলেন মেয়র আতিক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কসাইবাড়ী আশকোনা এলাকায় এডিএইট খাল খনন কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। নাগরিক কষ্ট লাঘবে ঘোষণার পরদিনই এর কাজ শুরু করে দিলেন মেয়র। শনিবার দুপুর ১২টায় মেয়র সিভিল এভিয়েশনের কবরস্থান এলাকার (লা মেরিডিয়ান হোটেলের বিপরীত পার্শ্বে) এডি-৮ খাল খনন কাজের উদ্বোধন করেন। এ সময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম ও ডি এম শামীম উপস্থিত ছিলেন। খালটির খনন শেষ হলে আশকোনা হজক্যাম্পের পাশ থেকে শুরু করে বনরূপা হাউসিং পর্যন্ত ১ দশমিক ৮ কিমি দীর্ঘ খালের বিভিন্ন জায়গায় পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর হবে এবং কসাইবাড়ী, আশকোনা, কাউলা, বনরূপা হাউসিং এলাকার জলাবদ্ধতা অনেকাংশে দূর হবে। উল্লেখ্য, শুক্রবার ডিএনসিসির একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ এ খালটি খনন করা হবে বলে ঘোষণা দেন। উদ্বোধনকালে মেয়র আতিক বলেন, আপনারা জানেন আশকোনা, প্রেমবাগান, হজক্যাম্পের সামনে বৃষ্টি হলেই পানি জমে যায়। এ জন্য এলাকার জনগণ আমাদের দায়ী করছেন। ঢাকার এ অংশটি টোটাল আনপ্ল্যান্ড, যার যার মতো করে বাসাবাড়ি, হাউজিং ইত্যাদি করে নিয়েছে। কিন্তু কোন্দিক দিয়ে পানি নিষ্কাশন হবে সে চিন্তা করেনি। আলটিমেটলি জনগণের দুর্ভোগ হচ্ছে। হাউজিং কোম্পানিগুলো বিভিন্ন সিটি করেছে, বিজ্ঞাপন দিচ্ছে কিন্তু পানি নিষ্কাশনের জন্য কোন সিটি কাজ করেনি। জনগণের দুর্ভোগ লাঘব কিভাবে করা যায় সে চিন্তা তারা করেনি। আতিকুল ইসলাম বলেন, এ খালটি সিভিল এভিয়েশনের। আমরা সিভিল এভিয়েশনকে অনেক রিকোয়েস্ট করেছি। অনেকবার বলেছি। কিন্তু বৃষ্টিতো আর কারও জন্য অপেক্ষা করে না। এই ১ দশমিক ৮ কিমি খাল খনন করে দেয়ার জন্য সিভিল এভিয়েশনকে বারবার অনুরোধ করেছি। তারা বলছে আমরা করতে পারব না, আপনারা করে দিন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, জায়গা সিভিল এভিয়েশনের, খাল সিভিল এভিয়েশনের, অথচ কাজ করে দিতে হবে সিটি কর্পোরেশনকে।
×