ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আজ থেকে ১২ পয়েন্টে নমুনা সংগ্রহ

প্রকাশিত: ২৩:১৭, ৩১ মে ২০২০

চট্টগ্রামে আজ থেকে ১২ পয়েন্টে নমুনা সংগ্রহ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাস রোগের পরীক্ষায় নমুনা সংগ্রহে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ রবিবার থেকে নগরীর ১২ পয়েন্টে কার্যক্রম শুরু হচ্ছে। আজ প্রথম ধাপে ৬ এবং কাল সোমবার অবশিষ্ট ৬ পয়েন্টে রোগীদের থেকে নমুনা সংগ্রহ করা হবে। উল্লেখ্য, এখন পর্যন্ত নগরীর চার পয়েন্টে করোনাভাইরাস শনাক্তে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়ে আসছে। এগুলো হচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সিভাসু এবং সীতাকু-ের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতাল। এর মধ্যে চিকিৎসকসহ ৭ কর্মীর করোনা পজেটিভ হওয়ায় তিনদিনের জন্য এটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, আজ চট্টগ্রাম প্রেসক্লাব, আগ্রাবাদের বেপারিপাড়া, ২৭ নম্বর ওয়ার্ডে এমএ সালাম নগর স্বাস্থ্য কেন্দ্র, বিবিরহাট নগর স্বাস্থ্য কেন্দ্র, চান্দগাঁও হামিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর কাট্টলী আরবার্ন দাতব্য চিকিৎসালয়ে নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এগুলোর মধ্যে চট্টগ্রাম প্রেসক্লাবে স্থাপিত বুথে শুধু সংবাদ কর্মীদের নমুনা সংগ্রহ করা হবে। কাল সোমবার দ্বিতীয় ধাপে আন্দরকিল্লা পুরাতন চসিক ভবন, মেমন হাসপাতাল-২, অক্সিজেন এলাকার আবদুর রহমান দাতব্য চিকিৎসালয় এবং বন্দরটিলা মাতৃসদন হাসপাতালে এ কার্যক্রম শুরু হবে। আজ সিটি মেয়র আ জ ম নাছির প্রথম ধাপের এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে সংস্থার সূত্রে জানানো হয়েছে।
×