ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসছে চেকপোস্ট, চলবে তল্লাশি

গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা পরীক্ষা হবে

প্রকাশিত: ২৩:১১, ৩১ মে ২০২০

গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা পরীক্ষা হবে

শংকর কুমার দে ॥ করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য রাস্তায় চেকপোস্ট, তল্লাশি অভিযান, ভ্রাম্যমাণ আদালত বসানোসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। গণপরিবহনে পঞ্চাশ শতাংশ সিট খালি, সামাজিক দূরত্ব, মাস্ক পরা হয়েছে কিনা তা পরীক্ষা করা হবে। সরকার ঘোষিত ছুটি প্রত্যাহার শেষে দীর্ঘ ৬৫ দিন পর আজ রবিবার থেকে সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহন। বাস ভাড়া ৮০ ভাগ বাড়ানোর ঘোষণায় বাস মালিকদের মধ্যে আনন্দ উল্লাসের জোয়ার বইছে এবং সীমিত আকারের পরিবর্তে বৃহৎ আকারে বাস চালানোর রীতিমতো প্রতিযোগিতা শুরু হওয়ার খবর পাওয়া গেছে। তবে সরকারের নির্দেশনা মেনে চলা না হলে জরিমানা, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যাবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গণপরিবহনে অর্ধেক আসন খালি ও বাসভাড়া ৮০ ভাগ বাড়ানোর সুপারিশ করেছে বিআরটিএ। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি বাসে ৫০ ভাগ সিট খালি থাকবে যাতে মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান ইউসুব আলী মোল্লা। বাস ভাড়া ৮০ ভাগ বৃদ্ধির খবরে পরিবহন মালিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে এবং তারা সরকার ঘোষিত সীমিত আকার বাদ দিয়ে বৃহত্তর পরিসরে পরিবহন চালানোর জন্য প্রতিযোগিতায় নেমেছে বলে জানা গেছে। ১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে জানিয়েছে বিআরটিএ। তবে গণপরিবহনের অর্ধেক সিট খালি রাখার পরও যাত্রীরা মাস্ক পরেছে কিনা তা পরীক্ষা করবে এবং যেসব যাত্রী মাস্ক পরবে না তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী ১৩ দফা নির্দেশনায় ছুটি প্রত্যাহারের সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ছুটি প্রত্যাহারের সুযোগে কেউ যদি মাস্ক ছাড়া রাস্তায় বের হয় তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। আগামী ৩১ মে থেকে গণপরিবহন চালানোর সময়ে স্বাস্থ্যবিধি মানানোর জন্য চেকপোস্টে তল্লাশি করা হবে। ঈদের ৫ দিনের ছুটিতে করোনাভাইরাসের মধ্যেও স্বাস্থ্যবিধি মানানোর বিষয়ে কিছুটা শিথিলতার সুযোগে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাওয়া এবং ছুটি শেষে গ্রাম থেকে ঢাকায় আসা মানুষজনের ঢল নেমেছে। স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা বলেছেন, ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত অফিস, গণপরিবহনসহ অর্থনৈতিক কর্মকা- কীভাবে পরিচালিত হবে এবং কোন্ ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে নির্দেশনা দিয়ে জারি করা প্রজ্ঞাপনে মাস্ক পরার বাধ্যবাধকতার কথা জানানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি ৩০ মে শেষ হচ্ছে। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিতভাবে খুলছে সরকারী-বেসরকারী অফিস। একই সঙ্গে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন যথা বাস, লঞ্চ ও ট্রেন চালু হবে এদিন থেকে। স্বাস্থ্যবিধি মানানোর জন্য নিষেধাজ্ঞাকালে এক জেলা থেকে অন্য জেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে পুলিশ। প্রতিটি জেলার প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্টের ব্যবস্থা থাকবে। জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে চলাচলে নিষেধাজ্ঞাকালে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। হাইওয়ে পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা বলেন, ঢাকায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সারাদেশের সব জেলায় তত নয়। ঈদের ছুটির সময়ে ঢাকা থেকে মানুষজন গ্রামের বাড়িতে গেছেন এবং ছুটি শেষে আবার গ্রাম থেকে ঢাকায় ফিরছেন। এতে একদফা করোনাভাইরাস ঢাকা থেকে গ্রামে ছড়ানো হয়েছে, আবার গ্রাম থেকে ঢাকায় আসার পর আরেকদফা করোনাভাইরাস ছড়ানো হচ্ছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে আশঙ্কা থেকেই প্রজ্ঞাপনে ১৩ দফা নির্দেশনা দিয়ে একদিকে ছুটি প্রত্যাহার করা হয়েছে। এ কারণেই রাস্তায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তার দাবি।
×