ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় প্রকৃতি সেজেছে অপরূপ সাজে

প্রকাশিত: ২৩:০৮, ৩১ মে ২০২০

করোনায় প্রকৃতি সেজেছে অপরূপ সাজে

খোকন আহম্মেদ হীরা ॥ মহামারী করোনাভাইরাসের কারণে থমকে গেছে পুরো বিশ^। ভাইরাসের দাপটে মানব সভ্যতা আজ হুমকির মুখে। দেশের সর্বত্রই করোনা আতঙ্ক। তবে এ মহাদুর্যোগ বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি প্রকৃতিতে। বরং প্রকৃতি তার আপনগতিতে ফুটে উঠেছে। একসময়ের কর্মব্যস্ত বরিশালের বিভিন্ন সড়ক, উদ্যান ও বিনোদনকেন্দ্র থেকে শুরু করে গ্রামীণ জনপদে প্রকৃতির নানান সৌন্দর্য ফুটে উঠেছে। সর্বত্রই এখন প্রকৃতির সাজসাজ রব। নগরীর বঙ্গবন্ধু উদ্যান, রাজা বাহাদুর সড়ক, ডিসি লেক, বরিশাল-ঢাকা মহাসড়ক ঘিরে অসংখ্য গাছে ফুটেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু ও জারুল ফুল। রয়েছে প্যারাসাইট বা পরজীবী ফুলের উপস্থিতি। ওইসব স্থানে ফুলের মুগ্ধতা দেখতে গত বছরের এইদিনে প্রকৃতিপ্রেমী মানুষের ভিড় ছিল। কেউ কেউ এসব স্থানে বন্ধুুদের নিয়ে আড্ডা বসিয়ে দিয়েছিলেন, কেউবা সেলফি আবার কেউবা পছন্দের মানুষকে নিয়ে ঘুরতে এসেছিলেন। এবার করোনার কারণে ঘরে বন্দী থাকায় তেমন কোন প্রকৃতিপ্রেমীকের খুঁজে পাওয়া না গেলেও আপনগতিতে ফুটে উঠেছে এসব গ্রীষ্মের ফুল। গ্রীষ্মের দাবদাহ থেকে শ্রমজীবীদের স্বস্তি দিতে প্রকৃতির এ আয়োজন যেমন মন ভরিয়ে দিচ্ছে, তেমনি করোনার মধ্যে গ্রামীণ জনপদে লকডাউনে থাকা বাসিন্দাদের মধ্যে সোনালু আর জারুলের সৌন্দর্য ক্ষণিকের জন্য হলেও স্বস্তি দিচ্ছে। নগীর মুক্তিযোদ্ধা পার্ক, কীর্তনখোলা নদী তীরের ডিসি ঘাট সংলগ্ন এলাকা, সার্কিট হাউস, চৌমাথা লেক, বিএম কলেজ ক্যাম্পাস ও ঢাকা-বরিশাল মহাসড়ক জুড়েও রয়েছে বাহারি ফুলের এমন সাজ। কয়েকটি এলাকার রাস্তার দুই ধারে পথগন্ধা ভাঁটফুলসহ বিভিন্ন ধরনের ফুল শোভা পাচ্ছে। ঘর বেঁধেছে বাবুই ॥ ‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোধ, বৃষ্টির, ঝড়ে’। কবি রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতার প্রতিটি বাক্য কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছিল। কারণ গ্রামীণ জনপদ থেকে বাবুই পাখিদের বাসা বাঁধার তাল ও খেজুর গাছ হারিয়ে যাচ্ছে। এবছর গ্রামাঞ্চলের বেশকিছু এলাকায় নিজ শিল্পকর্মের মাধ্যমে ঘর বাঁধতে শুরু করেছে বাবুই পাখি। প্রকৃতিতে রং বেরঙের নানা ফুলের সমাহার, চোখ ধাঁধানো ফুলের সৌন্দর্য আর বাবুই পাখির খরকুটো দিয়ে বানানো নিপুণ শিল্পকর্ম করোনার কারণে লকডাউনে থাকা প্রকৃতিপ্রেমীদের কাছে ভিন্নতা এনে দিয়েছে।
×