ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টু ক রো খ ব র

প্রকাশিত: ২১:৩৫, ৩১ মে ২০২০

টু ক রো খ ব র

দেয়াল চাপায় নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৩০ মে ॥ রান্না ঘরের মাটির দেয়ালে চাপা পড়ে আজুবা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। কালাই উপজেলার বাদাউচ্চ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজুবা বেগম কালাই উপজেলার বাদাউচ্চ গ্রামের হাফিজার রহমানের স্ত্রী। কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেক জানান, গত কয়েকদিনের ভারি বর্ষণে দেয়াল নড়বড়ে হয়। আজুবা বেগম দুপুরে ঘরে রান্না করার সময় আকস্মিক দেয়ালটি ধসে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাঘাটায় জেলেদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩০ মে ॥ সাঘাটা উপজেলার বোনারপাড়া মাছের বাজারে শেড ঘরের ১৮টি দোকান ভাংচুরের প্রতিবাদে শনিবার দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন কর্মসূচী পালন করে জেলে পরিবাররা। মানববন্ধনে জেলে সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি সুবাস চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রামলাল চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক শচীন চন্দ্র প্রমুখ। বক্তারা জানান, বোনারপাড়া হাট-ইজারাদার তাদের কাছ থেকে টাকা চেয়েছেন। টাকা না দেয়ার কারণে শুক্রবার রাতে পরিকল্পনা করে তাদের পজিশনের দোকানগুলো ভেঙ্গে দেয়। এদিকে হাট ইজারাদার ফয়জার রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, হাটে মাছের সেডঘর ভাংচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না। দুই যুবক উদ্ধার, আটক এক নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা দাউদকান্দি, ৩০ মে ॥ তিতাস উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় দুই যুবককে উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মুকবুল নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ভিকটিমের পরিবারের দাবি তাদেরকে অপহরণ করা হয়েছিল। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার মাছিমপুর-কদমতলী ব্রিজের পাশ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো একই উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আরমান মিয়ার ছেলে অপু (২৮) ও একই গ্রামের ফুল মিয়ার ছেলে শাওন (২৮)। ভিকটিম অপু ও শাওন জানায়, শুক্রবার রাত ৭টায় তারা মাছিমপুর মাঠে চটপটি খেতে যায়, এ সময় কালো রংয়ের একটি মাইক্রোবাস থেকে দুজন নেমে তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ইউএসটিসিতে মানববন্ধন ও বিক্ষোভ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের ইউএসটিসির ৩৫ কর্মচারীকে বহিষ্কারের প্রতিবাদে আন্দোলনে অংশ নেয়ায় কর্মচারী ইউনিয়নের প্রথমসারির চারজনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শনিবার সকালে বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান নেন শতাধিক কর্মচারী। তারা ইউএসটিসির চেয়ারম্যানের বাংলোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পুলিশ জানায়, করোনাভাইরাস সংক্রমণের শুরুতে ৩৫ কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে কয়েকদিন আন্দোলন মিছিল হয়। ওই আন্দোলনে অংশ নেয়া ইউনিয়নের চার সদস্যকে শনিবার বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে ইউএসটিসি ক্যাম্পাস আন্দোলনে মুখর ছিল। এমপি শাওনের ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩০ মে ॥ শনিবার সকালে লালমোহন ইটভাঁটি মালিক সমিতির আয়োজনে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫০০ ইটভাঁটি শ্রমিকের মধ্যে ত্রাণ বিতরণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এছাড়াও তিনি লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ঈদ পরবর্তী উপহার শিশুখাদ্য ৩৮০ শিশুর মায়েদের মাঝে বিতরণ করেন।
×