ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশিমপুরে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রকাশিত: ২১:৩৪, ৩১ মে ২০২০

কাশিমপুরে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম সুলতান খাঁ (৫২)। তিনি ফরিদপুরের নগরকান্দা থানার রাহুতপাড়া এলাকার জয়নাল খাঁর ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, ফরিদপুরের নগরকান্দা থানার একটি হত্যা মামলায় সুলতান খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দেয় আদালত। ২০০৪ সাল থেকে তিনি এ কারাগারে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় সুলতান খাঁ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুলতান খাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। হরিণের মাথা ও চামড়া উদ্ধার সংবাদদাতা, পাথরঘাটা, ৩০ মে ॥ পাথরঘাটায় একটি ব্যাগের মধ্য থেকে হরিণের মাথা ও ২টি চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার সকালে বনবিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়। শনিবার ভোরে উপজেলার বাদুরতলা খালের পাড় থেকে একটি প্লাস্টিকের ব্যাগভর্তি অবস্থায় মাথা ও চামড়া পাওয়া যায়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদি বলেন, হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যাই। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিক ব্যাগভর্তি একটি মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়। করোনা রোগী ভর্তি শুরু কাল স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কাল সোমবার থেকে সিআরবি বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু হচ্ছে। এ হাসপাতালে ১শ’ শয্যায় করোনা রোগী চিকিৎসা দেয়া হবে। পূর্বাঞ্চলীয় রেল সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, কাল সোমবার থেকে রেলওয়ের এ হাসপাতালে করোনা রোগী স্থানান্তর করা হবে। এ লক্ষ্যে চিকিৎসক ও নার্স প্রস্তুত রাখা হয়েছে। এর ফলে বর্তমানে করোনা রোগীর যে চাপ সৃষ্টি হয়েছে তার কিছুটা কমবে। এদিকে, শনিবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৫৯ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৮৩ জনে।
×