ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম থেকে আজ ৩ ট্রেনে ১০৪০ যাত্রী যেতে পারবে

প্রকাশিত: ২১:৩৪, ৩১ মে ২০২০

চট্টগ্রাম থেকে আজ ৩ ট্রেনে ১০৪০ যাত্রী যেতে পারবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আজ চট্টগ্রাম থেকে তিনটি ট্রেন ছাড়বে। এ তিনটি ট্রেন সারাদেশে প্রথম ধাপে যে আটটি চলাচল করবে তার অন্তর্ভুক্ত। এ তিন ট্রেনে ২০৮০ আসন থাকলেও নিরাপদ দূরত্ব বজায় রাখার স্বার্থে ১০৪০ যাত্রী অর্থাৎ ধারণক্ষমতার অর্ধেক যেতে পারবেন। পূর্বাঞ্চলীয় রেল সূত্র জানিয়েছে, শনিবার ঢাকায় রেল ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন কাউন্টারের পরিবর্তে অনলাইনে টিকেটের কথা বলেছেন। ওই অনুসারে আজ রবিবার প্রথম ধাপে চট্টগ্রাম থেকে তিনটি এবং সারাদেশে মোট ৮টি ট্রেন চলাচল করবে। চট্টগ্রাম থেকে আজ সকাল ৭টায় সুবর্ণা ও ৯টায় উদয়ন এক্সপ্রেস এবং বিকেল ৫টায় সোনার বাংলা এক্সপ্রেস ছেড়ে যাবে। পূর্বাঞ্চলীয় রেল সূত্র জানিয়েছে, করোনাভাইরাস সংক্রণরোধে অর্ধেক টিকেট বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। সে হিসাবে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে ৮৯৯-এর স্থলে যাবেন ৪৫০, উদয়নে ৫৯৬ সিটের স্থলে যাবেন ২৯৮ আর সোনার বাংলায় ৫৮৪ সিটের বিপরীতে ২৯৪ জন যাত্রী যেতে পারবেন।
×