ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে গৃহবধূ হত্যার রহস্য উদ্ঘাটন

প্রকাশিত: ২১:৩৪, ৩১ মে ২০২০

নীলফামারীতে গৃহবধূ হত্যার রহস্য উদ্ঘাটন

স্টাফ রিপোর্র্টার নীলফামারী ॥ মিনা রানী ঋষি ওরফে সাথী (২০) হত্যাকা-ের ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন এবং জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছেন। শনিবার দুপুরে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন এবং মামলার বিস্তারিত তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম)। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবিএম আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) রহুল আমিন, নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম মোমিন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আফজালুল ইসলাম, নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী ও ডিবি পুলিশ পরিদর্শক আজমিরুজ্জামান। পুলিশ সুপার জানান, গত বৃহ¯পতিবার সকাল সাড়ে সাতটার দিকে খবরের ভিত্তিতে সদরের খোকশবাড়ি ইউনিয়নের হালিরবাজার এলাকার মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে এক নারীর অর্ধ উলঙ্গ লাশ উদ্ধার করা হয়।
×