ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাবিপ্রবি আজ খুলছে ॥ তীব্র ক্ষোভ

প্রকাশিত: ২১:২৯, ৩১ মে ২০২০

পাবিপ্রবি আজ খুলছে ॥ তীব্র ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩০ মে ॥ বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আগামী ১৫ জুন পর্যন্ত সকল বিশ^বিদ্যালয় ছুটি ঘোষণা করলেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (পাবিপ্রবি) তা মানছে না। পাবিপ্রবি রবিবার থেকে বিশ^বিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছে। এদিকে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন তাদের নির্দেশনা না মেনে পাবিপ্রবি খোলা রাখাকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে অমান্য করার শামিল দাবি করে তাদের অধিকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে পাবিপ্রবি অফিসার্স সমিতি বিশ^বিদ্যালয় খোলার প্রতিবাদ করলেও তাও মানা হচ্ছে না বলে সংশ্লিষ্টরা অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে অনুসন্ধানে জানা গেছে বিশ^বিদ্যালয় প্রকল্পের অব্যবহৃত প্রায় ৭০ কোটি টাকা এ কয়দিনে ব্যবহারের উদ্দেশ্যেই বিশ^বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। এ ব্যাপারে বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্র্রার বিজন কুমার জানান ভিসিকে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের ছুটির প্রজ্ঞাপনের বিষয় জানালে তিনি বলেন তাদের প্রজ্ঞাপন সঠিক নয়। ভিসি স্যারের নির্দেশে তিনি বিশ^বিদ্যালয় খোলার নোটিস করেছেন বলে জানান। বিশ^বিদ্যালয়ের পিডি লেঃ কর্নেল (অব) আজিজুর রহমানকে প্রকল্পের প্রায় ৭০ কোটি টাকা ব্যবহারের উদ্দেশে বিশ^বিদ্যালয় খোলার সিদ্ধান্ত কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এ ব্যাপারে ভিসির সঙ্গে কথা বলুন। পাবিপ্রবি ভিসি অধ্যাপক রোস্তম আলী জানান, বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের ছুটি ঘোষণার সিদ্ধান্ত সঠিক নয় তাই বিশ^বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রকল্পের ৮০ কোটি টাকার ব্যবহারের জন্য বিশ^বিদ্যালয় খোলা কিনা প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। এ ব্যাপারে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মন্ত্রিপরিষদ সচিব পালন করেন। আর এ নির্দেশনা না মেনে পাবিপ্রবি যদি বিশ^বিদ্যালয় খোলে তাহলে সেটা প্রধানমন্ত্রীর নির্দেশনার খেলাপ।
×