ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে সড়কে ফুটবলার ও নারী নিহত

প্রকাশিত: ২১:২৩, ৩১ মে ২০২০

কক্সবাজারে সড়কে ফুটবলার ও নারী নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার-টেকনাফ ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ফুটবলারসহ দুইজন নিহত হয়েছে। শনিবার সকালে সদরের বাংলাবাজার ও উখিয়ার কোট বাজার তচ্ছাখালী ব্রিজ এলাকায় এসব ঘটনা ঘটে। উখিয়া কোটবাজার এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত নারী আমেনা বেগম (৩৫) দক্ষিণ ক্লাসাপাড়ার বাসিন্দা। এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় জেলা অনুর্ধ-১৯ ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জুয়েল শনিবার বেলা ১১টায় বাংলাবাজার ব্রিজ এলাকায় নিহত হয়েছে। জুয়েল শহরের উত্তর তারাবনিয়ার ছড়ার মৃত নুরুল হকের পুত্র। শনিবার সকালে শহরে আসার পথে একটি গাড়িকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জুয়েল। এ সময় ব্রিজের রিলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায় জুয়েল। উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নওগাঁয় দুই আরোহী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর জখম অবস্থায় এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে জেলার মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটামোড় (চৌমাশিয়া) বাজার সংলগ্ন এসিআই অয়েল মিলের সামনে। মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, শুক্রবার গভীররাতে পুলিশ দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলসহ দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় গুরুতর জখম অবস্থায় ৭ বছর বয়সের কন্যা শিশুকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। নিহতরা হলো, নওগাঁর মহাদেবপুর উপজেলার রনাইল গ্রামের মৃত ইসলামের ছেলে মজনু হোসেন (৩৫) ও নিয়ামতপুর উপজেলার তালপাকুড়িয়া গ্রামের মৃত হারুন এর ছেলে ভুট্টু আলী (৪০), এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত শিশু নিহত মজনু হোসেনের একমাত্র কন্যা জাকিয়া (৭)। খুলনায় এনজিও কর্মকর্তা স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, ট্রাকচাপায় রবিউল ইসলাম (৪০) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা উপজেলার জাবুসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম সাতক্ষীরার আশাশুনি উপজেলার মকবুল শেখের ছেলে। তিনি বেসরকারী সংস্থা ব্র্যাকের শরীয়তপুর শাখার একজন কর্মকর্তা ছিলেন। জানা যায়, পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় শনিবার রবিউল ভেঙে ভেঙে সাতক্ষীরা থেকে শরীয়তপুরের কর্মস্থলে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে রূপসা সেতুর পূর্ব পাশের সড়কের জাবুসা মোড় এলাকায় একটি ট্রাক রবিউলকে বহনকারী ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় রবিউল ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
×