ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ২০:১৩, ৩০ মে ২০২০

দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে মমতাজ আলী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত্যুবরনকারী ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করেছেন উপজেলার করোনা দাফন কমিটির সদস্যরা। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং ওই দিনই রাতে নিজবাড়ী মালিপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরনকারী মমতাজ আলী উপজেলার শিবনগর ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনার পর থেকে মমতাজ আলীর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে তার বাড়ীটি লকডাউন করে রেখেছে উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসানুল হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, মমতাজ আলী করোনা উপসর্গ নিয়ে তিনদিন আগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তার মৃত্যু হয়। তিনি বলেন, মৃত্যুর পর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোট আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।
×