ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিপিই সুরক্ষা

প্রকাশিত: ২২:০৩, ৩০ মে ২০২০

পিপিই সুরক্ষা

* পিপিই (Personal Protection Equipment) বা আত্ম সুরক্ষার এই পোশাকগুলো আপনার জন্য হতে পারে সুরক্ষা। * কিন্তু অন্যের জন্য তা হতে পারে ভয়ঙ্কর ঝুঁকির কারণ। * তাই পিপিই খোলা এবং পরিধানের সতর্কতা অতীব জরুরী। * পিপিই স্বভাবত যারা করোনা রোগীর স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত তারাই কেবল পরবে। * পিপিই পরে বাজার ঘাটে ঘোরাফেরা করা ঠিক নয় একেবারেই। * পিপিই পরিধান ও পরিত্যাগের জন্য হাসপাতালে নির্দিষ্ট জোন সীমারেখা করা থাকে। ডাঃ এটিএম রফিক (উজ্জ্বল) শিশু বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ফোন : ০১৭১৫-২৮৫৫৫৯
×