ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কামাল লোহানীর শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ২১:৩৬, ৩০ মে ২০২০

কামাল লোহানীর শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার ॥ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি নিজেই খাদ্য গ্রহণ করতে পারছেন এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে পারছেন। মূলত ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছেন এই সংস্কৃতিজন। সঙ্গে রয়েছে হার্টের সমস্যা। তিনি রাজধানীর পান্থপথের হেলথ এ্যান্ড হোপ হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। কামাল লোহানীর ছেলে সাগর লোহানী শুক্রবার জনকণ্ঠকে বলেন, বাবার শারীরিক অবস্থা এখন অনেক ভাল। আজ (শুক্রবার) তিনি নিজেই খাবার খেয়েছেন। এ কারণে তার নাকে সংযুক্ত রাইস টিউব খুলে দেয়া হয়েছে। সব মিলিয়ে আগের চেয়ে অনেক সুস্থবোধ করছেন। ক্লিনিক্যাল মার্কআপগুলোও আগের তুলনায় ভালো হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তবে আরও কিছুদিন বাবাকে হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ৮৬ বছর বয়সী কামাল লোহানী সাংবাদিকতার সমান্তরালে সাংস্কৃতিক সংগঠকের দায়িত্ব পালন করেছেন। দুই দফা বাংলাদেশ শিল্পকলা একাডেমির দুইবার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। ছায়ানটের সম্পাদক ছিলেন পাঁচ বছর। পালরন করেছেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতির দায়িত্ব। বর্তমানে তিনি উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
×