ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিএমপির উদ্যোগে চট্টগ্রামে হচ্ছে প্লাজমা ব্যাংক

প্রকাশিত: ২১:৩২, ৩০ মে ২০২০

সিএমপির উদ্যোগে চট্টগ্রামে হচ্ছে প্লাজমা ব্যাংক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে করোনা চিকিৎসায় সহযোগিতা দিতে তৈরি হচ্ছে প্লাজমা ব্যাংক। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে হতে যাচ্ছে এ ব্যাংক। প্রাথমিকভাবে করোনা থেকে সুস্থ হওয়া সিএমপির ৩৯ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্লাজমা ব্যাংকে। পর্যায়ক্রমে সাধারণ নাগরিকরাও এতে অন্তর্ভুক্ত হবেন। এদিকে, করোনার ছোবল পড়েছে দেশের একক বৃহত্তম রাজস্ব যোগানদাতা প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে। সেখানে করোনা শনাক্ত হয়েছে ১২ কর্মকর্তা ও এক কর্মচারীর দেহে। এছাড়া মৃত্যুবরণ করেছেন সিএ্যান্ডএফ প্রতিষ্ঠানের ৫ মালিক। এর আগে চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের এক কর্মীর মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে উদ্বিগ্নতা পরিলক্ষিত হচ্ছে রাজস্ব আহরণের সঙ্গে সংশ্লিষ্ট কাস্টম হাউস ও বন্দরে। সিএমপি সূত্রে জানানো হয়, করোনাযুদ্ধে বিজয়ী হয়ে এরমধ্যে যারা সুস্থ হয়েছেন তাদের নিয়ে প্লাজমা ব্যাংক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। সিএমপি কমিশনার মোঃ মাহবুবুর রহমানের পরিকল্পনায় এ উদ্যোগ বাস্তবে রূপ লাভ করছে। যারা সুস্থ হয়েছেন তাদের ডাটাবেজ তৈরির কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন সিএমপি কমিশনার। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগমের নেতৃত্বে। এ কমিটি প্লাজমা ব্যাংক তদারকির কাজ করবে।
×