ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা সন্দেহে ভারতে বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ২১:১৬, ৩০ মে ২০২০

করোনা সন্দেহে ভারতে বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, ২৯ মে ॥ ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই থানার গোপালপুর গ্রামে করোনাভাইরাস সন্দেহে পিটিয়ে হত্যা করা লোকমানের লাশ পাঁচদিন পর ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর সীমান্তে দুদেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠক শেষে লাশ হস্তান্তর করা হয়। এর সত্যতা নিশ্চিত করে ৫৫ বিজিবির সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, গত বুধবার লোকমানের লাশ ফেরত দেয়ার কথা ছিল এ নিয়ে সীমান্তে বিএসএফ ও বিজিবি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বিএসএফ লাশ ফেরত দিতে চাইলেও লোকমানের মৃত্যুর কোন কাগজপত্র না দেয়ায় লাশ গ্রহণ করেনি বিজিবি। শুক্রবার পতাকা বৈঠকে বিএসএফ লোকমানের মৃত্যুর কাগজপত্র দেয়ায় বিজিবি লাশ গ্রহণ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। উল্লেখ্য, গত ২৪ মে ধর্মঘর মোহনপুর সীমান্ত দিয়ে লোকমান হোসেন ত্রিপুরার রাজ্যের সিধাই থানার গোপালপুর গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে যান। সেখানে তাকে করোনা রোগী সন্দেহে পিটিয়ে সীমান্তের কাছে ফেলে রাখে এলাকাবাসী।
×