ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবু সাইদের দুটি কবিতা

প্রকাশিত: ২১:০৪, ৩০ মে ২০২০

আবু সাইদের দুটি কবিতা

মন ভাল নেই ঈদের মন ভাল নেই রাতের তারার মন ভাল নেই চাঁদের, ঈদ আনন্দে মাতে যারা মন ভাল নেই তাদের। মন ভাল নেই পাঞ্জাবিটার মন ভাল নেই টুপির, মন ভাল নেই বাকুম ডাকা পারাবতের খুপির। মন ভাল নেই পারফিউমের মন ভাল নেই শাড়ির, মন ভাল নেই হর্ষমুখর শহর, গাঁয়ের বাড়ির। মন ভাল নেই মেন্দি মাখা নানা দাদার চুলের, আত্মীয়দের বসতে দেয়া মন ভাল নেই টুলের। মন ভাল নেই বিপণি ও সকল শপিংমলের, মন ভাল নেই ঈদ সকালে খুশি কোলাহলের। লাচ্ছা সিমাই কোর্মা পোলাও মন ভাল নেই তাদের, মন ভাল নেই এমন ঈদে কর্মমুখী মা’দের। মন ভাল নেই সুরমাদানির মন ভাল নেই জামার, করোনাটার ভয়ে ভয়ে মন ভাল নেই আমার। মন ভালে নেই খালা মামি চাচি ও বউদিদের, লক ডাউনের বন্দিদশায় মন ভাল নেই ঈদের। * আনন্দ হৈ চৈ হবে শেখ সালাহ্উদ্দীন ঈদ মানে আনন্দ ম্যালা হৈ চৈ এই ঈদে আহা সেই আয়োজন কই? করোনার ভয়ে ঘরে সব্বাই বন্দী মুক্ত জীবনে আজ সে-ই প্রতিন্দ্বী। ঈদগায়ে গিয়ে পড়া জামাতে নামাজ করোনার হুংকারে সংশয়ে আজ। এবাড়ি-ওবাড়ি গিয়ে পায়েস সেমাই খাওয়া আর ঘোরাঘুরি এই ঈদে নাই। পা ছুঁয়ে সালাম করে পাবে যে সালামি কড়কড়ে নোট দেবে কাকা দাদি মামি কিন্তু তোমার আছে জানা পা ছুঁয়ে সালাম করা মানা পদে পদে আরও আছে কত অসুবিধে সালামিও কম হবে তাই এই ঈদে। ঘরে থাকো সব্বাই থাকো নিরাপদ এভাবে করোনা হবে একদিন বধ; আগামীর ঈদে জেনো তবে আরও বেশি আনন্দ হৈ চৈ হবে। * মন চায় ফোনে ফোনে গেম খেলে সময় তো কাটে না, টম-জেরি কার্টুন মনে আর সাঁটে না। হাতধুই বারবার মুখ ঢাকি মুখোশে, খাইদাই তবু নাই দূরে সরে সুখও সে। ইশকুলে হৈচৈ পড়ালেখা নাই রে, ঘরে থাকি বসে বসে যাচ্ছি না বাইরে। দিই না তো বিদ্যার প্রদীপটা নিভিতে, নিয়মিত চোখরাখি সংসদ টিভিতে। পারছি না এইরূপ বন্দিতে থাকতে। মন চায় সুরভিত বায়ু গায়ে মাখতে।
×