ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে কাঁঠালবাড়ি ঘাটে ফেরিতে ওঠার প্রতিযোগিতা

প্রকাশিত: ১৯:৪৫, ২৯ মে ২০২০

মাদারীপুরে কাঁঠালবাড়ি ঘাটে ফেরিতে ওঠার প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর জেলার শিবচর কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের ফেরিতে ওঠার প্রতিযোগিতা শুরু হয়েছে। ঘাটে ফেরি ফেরার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ছেন ঢাকামুখী মানুষের। শুক্রবার সকাল থেকে প্রতিটি ফেরিতে গাদাগাদি করে যাত্রী পার হচ্ছে। একই সাথে ঢাকাগামী যানবাহনের চাপও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তবে ফেরিতে আগে যানবাহন লোড করার পর যাত্রী উঠানোর চেষ্টা করছে পুলিশ। এতেও যাত্রী চাপে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়ছে। করোনা ভাইরাসের মহামারীতে কোনো ধরণের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই মানুষ মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে বাড়ি থেকে ঢাকার দিকে ছুটছে। যে যেভাবে পারছে ঘাটে এসে পৌছাচ্ছে। দক্ষিনাঞ্চলের জেলাগুলো থেকে অতিরিক্ত ভাড়া ব্যয় করে মাইক্রোবাস, মোটরসাইকেল, ঈজিবাইকসহ বিভিন্ন যানবাহনে ৩/৪ গুণ বাড়তি ভাড়া দিয়ে বরিশাল, খুলনা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে কাঁঠালবাড়ি ঘাটে পৌছতে হচ্ছে। অনেকে এসেছে পিকআপ পন্যবাহী ট্রাকেও। সরকারী নির্দেশনাকে উপেক্ষা করে মানুষ অদৃশ্য মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার সকাল থেকে ১৪ টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। তবে ফেরিতে উঠতে যাত্রীদের পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে। ঘাটে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার আবির হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘাটগুলোতে অবস্থান নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রনের চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ফেরিতে আগে যানবাহন বোঝাই করে। যাত্রীদের ঢপের কারণে ধারনক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়েই ফেরিগুলো ঘাট ছাড়তে বাধ্য হচ্ছে। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার মোঃ আবদুল আলীম মিয়া বলেন, “সরকারের নির্দেশনা জনগণ মানছেন না। ফেরিতে যানবাহন তোলার পর মানুষের চাপে এক ইঞ্চি জায়গাও থাকছে না। আমরা বাধ্য হচ্ছি ঘাট থেকে ফেরি ছাড়তে।” অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান বলেন, “আজ অনেক বেশি চাপ। তাই আমরা আগে যানবাহন ও পরে যাত্রী তুলে দিচ্ছি।”
×