ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তি পেল রাকিবুলের ‘লকডাউন’

প্রকাশিত: ১৯:৪২, ৩০ মে ২০২০

মুক্তি পেল রাকিবুলের ‘লকডাউন’

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী এক প্রকার লকডাউন। এরই মধ্যে কোন কোন সেক্টরে শিথিল করা হয়েছে এই লকডাউন তারই মধ্যে শুক্রবার অনলাইনে মুক্তি পেল চলচ্চিত্র পরিচালক রাকিবুল হাসানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লকডাউন’। ‘উইন্ডোজ ২০ : লকডাউন এডিশন’ শিরোনামের এ চলচ্চিত্রটি অনলাইনে মুক্তি পায় শুক্রবার রাতে। ছবিটি একযোগে পরিচালকের ইউটিউব চ্যানেল www.youtube.com/c/ RakibulHasan এবং ফিল্ম উইদাউট ফিল্মের ফেসবুক পেজ www.facebook.com/filmwithoutfilm/ -এ আপলোড করা হয়েছে। সকল দর্শক বিনামূল্যে ছবিটি দেখতে পাবেন। চলচ্চিত্রের কাহিনী সম্পর্কে পরিচালক রাকিবুল হাসান জনকণ্ঠকে জানান, লকডাউনের কারণে ২০২০’র শুরু থেকেই বিশ্বব্যাপী মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। হঠাৎ সকলের দেখার পরিধি সীমাবদ্ধ হয়ে গেছে। জানালা দিয়ে যতটুকু দেখা যায় তাই হয়ে উঠেছে আমাদের পৃথিবী। এই থিমের ওপর ভিত্তি করে চলচ্চিত্র পরিচালক রাকিবুল হাসান নির্মাণ করেছেন-‘উইন্ডোজ ২০ : লকডাউন এডিশন’। পরিচালক জানান, এ বছরের এপ্রিল থেকে ছবিটির নির্মাণ শুরু হয়েছে। ছবিটির জন্য চিত্রগ্রহণ করেছেন- আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, তুরস্ক, ইরান, চীন, বেলজিয়াম, কানাডা, সুইজারল্যান্ড, ভারত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, গ্রীস, নেপাল, সৌদি আরব, চেক রিপাবলিক, লাটভিয়া এবং বাংলাদেশের ৫৯ জন পেশাদার এবং শৌখিন চিত্রগ্রাহক। তারা সবাই করোনাভাইরাসের শিকার হয়ে শীর্ষের দিকে থাকা ২১টি দেশের নাগরিক এবং সবাই লকডাউনের কারণে গৃহবন্দী। তাদের ক্যামেরার ভাষায় ফুটে উঠেছে বাইরের জগৎটাকে দেখার ব্যাকুলতা, অস্থিরতা এবং তাদের মানসিক অবস্থার প্রতিচ্ছবি। ‘উইন্ডোজ ২০ : লকডাউন এডিশন’ চলচ্চিত্রের পরিচালক রাকিবুল হাসান ইতোপূর্বে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং শতাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-ডকুমেন্টারি-টিভি প্রোডাকশন নির্মাণ করেছেন।
×