ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে শিক্ষানবীশ আইনজীবীসহ দু’জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫

প্রকাশিত: ১৯:২০, ২৯ মে ২০২০

গাজীপুরে শিক্ষানবীশ আইনজীবীসহ দু’জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরো এক ব্যক্তি শুক্রবার মারা গেছেন। এছাড়াও করোনা ভাইরাসের উপসর্গনিয়ে এক শিক্ষানবীশ আইনজীবী মারা গেছেন। এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৪৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এপর্যন্ত জেলায় মোট একহাজার ৭৪ জনের দেহে করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্ত হয়েছে। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা জানান, করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ায় কাপাসিয়া উপজেলার রাওনাট এলাকার মৃত সফর উদ্দিনের ছেলে মুজিবুর রহমান কাজী (৬০) রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। নমূনা পরীক্ষা শেষে তার দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। স্বাস্থ্য বিধি মেনে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বৃহষ্পতিবার রাতে এক শিক্ষানবীশ আইনজীবী মারা গেছেন। নিহতের স্ত্রী শাহনাজ পারভীন ও ছেলে এহতেশাম জানান, গাজীপুর আদালতের শিক্ষানবীশ আইনজীবী গোলাম মোস্তফা (৫২) গত কয়েকদিন ধরে জ্বর, কাশি ও শ্বাস কষ্টসহ করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে ভুগছিলেন। বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে শ্বাস কষ্টের তীব্রতা বেড়ে গেলে তাকে শহরের উত্তর ছায়াবিথী লালমাটি এলাকার বাসা থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। নিহতের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওতলা গ্রামে। গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গাজীপুরে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৪৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গাজীপুর সদরে ২৭জন, শ্রীপুর উপজেলায় ১১জন, কালীগঞ্জ উপজেলায় ৬জন ও কাপসিয়া উপজেলায় ১জন। অপর উপজেলা কালিয়াকৈরে কেউ আক্রান্ত হন নি। এনিয়ে জেলার ৫টি উপজেলায় এপর্যন্ত জেলায় মোট একহাজার ৭৪ জনের দেহে করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ২৩২জন সুস্থ্য হয়েছেন। গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরের ৫টি উপজেলার মধ্যে এ পর্যন্ত সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় আক্রান্ত হয়েছে ৬৯১ জন। অন্য চারটি উপজেলার আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে ১২৯জন, কালিয়াকৈরে ১০০জন, কাপাসিয়ায় ৮৭জন ও শ্রীপুর উপজেলার ৬৭জন রয়েছে। আক্রান্তদের মধ্যে বৃহষ্পতিবার বিকেল পর্যন্ত ৪জন মারা গেছেন। গাজীপুরে এ পর্যন্ত ৯ হাজার ২৩৭ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও পোশাককর্মীও রয়েছেন।
×