ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যায় বর্ণবাদের তীব্র সমালোচনা দালাই লামার

প্রকাশিত: ১৫:২৪, ২৯ মে ২০২০

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যায় বর্ণবাদের তীব্র সমালোচনা দালাই লামার

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন তিব্বতের বৌদ্ধ ধর্মালম্বীদের নির্বাসিত আধ্যাত্মিক গুরু দালাই লামা। এ খুনের ঘটনায় বৈষম্য ও বর্ণবাদের তীব্র সমালোচনা করেছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। ৮৪ বছরের এই ধর্মগুরু বর্তমানে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে নিজ ধর্মশালায় ভক্তদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ নিয়ে কথা বলেন। দালাই লামা বলেন, নিউজ চ্যানেলগুলো বা মিডিয়াতে আজকাল আমরা গায়ের রঙ বা ধর্মের ভিত্তিতে বৈষম্যের খবর দেখছি। এরপর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এমনও কেউ কেউ আছে যারা কাউকে খুন করতে পেরে গর্ববোধ করে। জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের ভিডিও দেখেছেন বলেও জানান দালাই লামা। ১০ মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করছে এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। নিহত ব্যক্তি নিরস্ত্র ছিলেন। নিঃশ্বাস নিতে না পেরে তাকে কাতরাতে দেখা যায়। তিনি বারবার শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে বলছিলেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’ দালাই লামা বলেন, বৈষম্য ও বর্ণবাদের ভিত্তিতে এ ধরনের ঘটনা ঘটানো হয়। উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে পুলিশের হাত খুন হন জর্জ ফ্লয়েড। এরপর থেকে যুক্তরাষ্ট্রে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের সূত্রপাত হয়। এক পর্যায়ে ওই খুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আন্দোলন তীব্রতা পায়।
×