ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আহত ১০

প্রকাশিত: ১৫:১৫, ২৯ মে ২০২০

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আহত ১০

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী-সৈয়দপুর সড়কের ইকু জুটমিলস নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু সহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮জনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও ২ জনকে সৈয়দপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জেলা সদর উপজেলার চাপড়াসরনজামী ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের হঠাৎপাড়ার স্বপন (৪৮), তানিয়া (৩৭), মজিদ(৪০), মাহিমা(৩০) ৭ মাসের শাহিদ, জনি(৫), এনামুল (৯), শিহাব(৮), মিনা(১৩), লালবি(২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় চার্জার ব্যাটারী চালিত ইজিবাইকে করে আহতরা সকলে সৈয়দপুর যাচ্ছিল। এ সময় বিপরিতদিক হতে আসা ইট বোঝাই ট্রলির মুখোমুখি ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। এদের মধ্যে চার শিশুর অবস্থা আশঙ্কাজনক।বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার ইনচার্জ মোমিনুল ইসলাম।
×