ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহামারির মধ্যে কৃষ্ণাঙ্গ হত্যার জেরে উত্তাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:৩৭, ২৯ মে ২০২০

মহামারির মধ্যে কৃষ্ণাঙ্গ হত্যার জেরে উত্তাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে পুলিশি নৃশংসতায় এক কৃষ্ণাঙ্গর মৃত্যুতে টানা ৩ দিন ধরেই বিক্ষোভে উত্তাল দেশটি। ব্যাপক বিক্ষোভ হয়েছে, নিউইয়র্ক, মিনেসোটাসহ ৯ রাজ্যে। মিনেসোটার মিনেপোলিস পুলিশ স্টেশনে হামলা ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুদ্ধরা। বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যটিতে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। বিক্ষোভ অব্যাহত শিকাগো, ইলিনয়, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেমফিস এবং টেনেসিতে। সোমবারের ঘটনায় বরখাস্ত হয়েছেন ৪ পুলিশ কর্মকর্তা। জালিয়াতির অভিযোগে, ২৫ মে মিনেপোলিস শহরে, জর্জ ফ্লয়েডকে আটকের পর হাটুর মধ্যে চেপে শ্বাসরোধ করে হত্যা করে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। এতে সমালোচনার ঝড় ওঠে যুক্তরাষ্ট্রজুড়ে।
×