ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে করোনা ভাইরাসে একদিনে আক্রান্ত ২৬৪১৭

প্রকাশিত: ১২:৩৬, ২৯ মে ২০২০

ব্রাজিলে করোনা ভাইরাসে একদিনে আক্রান্ত ২৬৪১৭

অনলাইন ডেস্ক ॥ গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা ভাইরাসে নতুন করে ২৬ হাজার ৪১৭ জন আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রাজিলে এটি একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্তের সংখ্যা। গত একদিনে ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৫৬ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৬ হাজার ৭৫৪ জন। এছাড়া দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ২৩৮ জন। করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। এখন পর্যন্ত করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
×