ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শরণখোলায় হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

প্রকাশিত: ১১:৫৪, ২৯ মে ২০২০

শরণখোলায় হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে পথ ভুলে লোকালয়ে আসা বার্কিং ডিয়ার নামের একটি বিরল প্রজাতির হরিণ বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসী স্থানীয় বন সুরক্ষা কমিটির সদস্য বৃন্দ ও বনরক্ষিরা মিলে হরিণটি পূর্ব সুন্দরবনের ভোলা ক্যাম্প এলাকায় ছেড়ে দেন। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, বৃহস্পতিবার দুপুরে বন সংলগ্ন সোনাতলা গ্রামে হরিণটিকে দেখা যায়। তখন এলাকাবাসী, ভিটিআরটি টীম, সিপিজির স্থানীয় সদস্যরা হরিণটিকে ধরে বনবিভাগকে জানায়। শরণখোলা রেঞ্জের বনরক্ষিরা এসে বিকেলে হরিণটিকে বনে মুক্ত করেন।
×