ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত-অস্ট্রেলিয়া দিবারাত্রির টেস্ট ডিসেম্বরে

প্রকাশিত: ০০:৫০, ২৯ মে ২০২০

ভারত-অস্ট্রেলিয়া দিবারাত্রির টেস্ট ডিসেম্বরে

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক আগেই ভারতীয় ক্রিকেট দলকে দিবারাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু রাজি হয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে ইতোমধ্যেই ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে গোলাপী বল খেলার অভিজ্ঞতা অর্জন করেছে তারা। সেই অভিজ্ঞতা নিয়ে এবার অস্ট্রেলিয়া সফরে দিবারাত্রির টেস্ট খেলবে তারা আগামী ডিসেম্বরে। বৃহস্পতিবার সিএ ২০২০-২১ মৌসুমের যে ক্রিকেট সূচী ঘোষণা করেছে সেখানে ডিসেম্বরে সফরকারী ভারতের বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজে রাখা হয়েছে গোলাপী বলে দিবারাত্রির টেস্ট। ৩ ডিসেম্বর ব্রিসবেনে প্রথম অথবা ১১ ডিসেম্বর এ্যাডিলেডে দ্বিতীয় কিংবা ৩ জানুয়ারি, ২০২১ চতুর্থ ম্যাচে সিডনিতে হতে পারে এই দিবারাত্রির টেস্ট। অবশ্য এখন পর্যন্ত এই সূচী নিয়ে কিছুই জানায়নি বিসিসিআই। আর বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় এই সূচী একেবারে ঠিকঠাক থাকবে কিনা তা বোঝা যাবে সময় গেলেই। সবচেয়ে বেশি ৭টি দিবারাত্রির টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। ঘরের মাটিতেই খেলেছে সবগুলো। এর মধ্যে ৪টি গোলাপী বলের টেস্ট হয়েছে এ্যাডিলেড ওভালে, ২টি ব্রিসবেনে এবং ১টি হয়েছে ব্রিসেবেনে। ২০১৮-১৯ মৌসুমেই ভারতীয় দলকে গোলাপী বলের দিবারাত্রি টেস্ট খেলার আহ্বান জানিয়েছিল সিএ, কিন্তু তখন রাজি হয়নি বিসিসিআই। এরপর গত বছর নবেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিবারাত্রির টেস্ট খেলে ভারত।
×