ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিভারপুলের সেই ৪১ দর্শকের মৃত্যু!

প্রকাশিত: ০০:৪৯, ২৯ মে ২০২০

লিভারপুলের সেই ৪১ দর্শকের মৃত্যু!

স্পোর্টস রিপোর্টার ॥ এখন আফসোস করছে ইংল্যান্ড ফুটবল সংস্থা ও লিভারপুল শহরের প্রশাসন। এনএইচএসের নতুন গবেষণায় উঠে এসেছে ১১ মার্চ এ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে যে ৫২ হাজার দর্শক এসেছিলেন তার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছেন। সংক্রামিত আরও কতজন তার সঠিক হিসেবে পাওয়া যায়নি। এ্যানফিল্ডে সে দিন লিভারপুল মুখোমুখি হয়েছিল এ্যাটলেটিকো মাদ্রিদের। স্পেনে তখন করোনা পুরোদমে ছড়িয়ে পড়লেও ইংল্যান্ডে তার ভয়ঙ্কর ছাপ পড়েনি। এই ম্যাচ দেখতে মাদ্রিদ থেকে তিন হাজার সমর্থক এসেছিলেন। ধারণা করা হচ্ছে, স্পেনীয় দর্শক থেকেই গ্যালারিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। মাদ্রিদের মেয়র জোস লুইস মার্তিনো ক’দিন আগেই বিবৃতি দিয়েছিলেন, ‘ওই ম্যাচ দেখতে আমাদের সমর্থকদের পাঠানো একেবারেই উচিত হয়নি।’ ইংল্যান্ডজুড়েও এর সমালোচনা শুরু হয়েছে। বলা হয়েছে, মার্চ মাসের শুরু থেকেই যখন পাব, হোটেল বন্ধ কওে দেয়া হচ্ছিল, ইংল্যান্ডের অনেক খেলায় মাঠে দর্শক ঢুকতে দেয়া বন্ধ করা হয়েছিল, তখন কেন এ্যানফিল্ডের ওই ম্যাচ দর্শকহীন করা হলো না? সেটা হলে এই ৪১ জনের মৃত্যু হতো না। ইংল্যান্ডের মাঠে এটাই ছিল শেষ দর্শক ভর্তি মাঠে কোন ম্যাচ। সেই অর্থে এই ম্যাচের পর আর কোন বড় ম্যাচ হয়নি। সেই ম্যাচটিও নাটকীয় হয়েছিল। ডিয়েগো সিমিওনের এ্যাটলেটিকো মাদ্রিদ অতিরিক্ত সময়ের খেলায় হারায় জার্গেন ক্লপের লিভারপুলকে। স্টেডিয়ামের দর্শক থেকে করোনা ছড়িয়ে পড়ার প্রথম ঘটনাটা অবশ্য প্রকাশ্যে আসে ইতালিতে। মিলানের সান সিরো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ হয়েছিল আটালান্টার সঙ্গে ভ্যালেন্সিয়ার। ঐ ম্যাচে ৪৪ হাজার দর্শক মাঠে ছিলেন। এই শহরের মেয়র পরে দাবি করেছিলেন, ‘স্টেডিয়ামে সেদিন বায়োলজিক্যাল বম্ব রাখা হয়েছিল। ওই ম্যাচের দর্শকরা হাজার হাজার মানুষের মধ্যে করোনা সংক্রমিত করেছিলেন।’
×